X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

৩০০টিরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১৭:৪৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৭:৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৩০০টিরও বেশি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে সোমবার (৮ এপ্রিল) ‍এই ঘোষণা দিয়েছে ইসরায়েল অবরুদ্ধ এই অঞ্চলটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ত্রাণবাহী ট্রাক প্রবেশের সর্বোচ্চ সংখ্যা এটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে

অঞ্চলটিতে খাদ্য সহায়তা প্রবেশের জন্য ইসরায়েলকে ক্রমবর্ধমানভাবে চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরইমধ্যে দেশটি সোমাবার ফিলিস্তিনি এই ভূখণ্ডে ৩২২টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করানোর কথা জানিয়েছে। তবে  অঞ্চলটির অনাহারে ভোগা লাখ লাখ ফিলিস্তিনির জন্য গাজায় সোমবার প্রবেশ করা এই সংখ্যক ট্রাক যথেষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে ইসরায়েলের কোঅর্ডিনেটর অব গর্ভনমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরি (সিওজিএটি) বলেছে, ত্রাণবাহী গাড়িবহরের ২২৮টি ট্রাকে খাদ্যপণ্য ছিল। এই ট্রাকগুলো মোট সংখ্যার ৭০ শতাংশ।

মিসরের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় রাফাহ ক্রসিং দিয়ে যাওয়া কিছু ট্রাক পর্যবেক্ষণ করেছে আল-জাজিরা। রাফাহ থেকে আল-জাজিরার প্রতিবেদক তারেক আবু আজউম জানিয়েছেন, অন্যান্য ট্রাকগুলোও কারেম আবু সালেম সীমান্ত দিয়ে গিয়েছিল। এই সীমান্তটি ইসরায়েলিদের কাছে কেরেম শালোম নামে পরিচিত।

তিনি বলেন, মানবিক সহায়তা বহনকারী গাড়ি বহরের অধিকাংশ গাড়িই পানি, চিনি, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস বোঝাই ছিল।

তবে গাজার দক্ষিণাঞ্চল থেকে কোনও ট্রাককে উত্তরাঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন এই প্রতিবেদক। জাতিসংঘ এবং অন্যান্য মানবিক গোষ্ঠীর মতে, উত্তর গাজা দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছে।

রাফাহ ক্রসিং পরিচালনাকারী কর্তৃপক্ষের এক মুখপাত্র হিশাম আদওয়ান আল-জাজিরাকে বলেছেন, খাদ্য সহায়তার এই চালান যুদ্ধের আগে এই অঞ্চলে প্রবেশ করা চালানের একটি ভগ্নাংশ মাত্র।

হিশাম আদওয়ান বলেন, ‘উপত্যকাটিতে বড় ধরণের দুর্ভিক্ষ দেখা দিয়েছে: বিশেষ করে উত্তরাঞ্চল এবং গাজা শহরে। দক্ষিণাঞ্চল ও একটি বড় মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। এমতাবস্থায় প্রতিদিন এই পদ্ধতিতে সাহায্য আনা যথেষ্ট নয়।’

জাতিসংঘের সাহায্য সংস্থা এবং অন্যান্য মানবিক গোষ্ঠীগুলো এখন বলেছে, অবরুদ্ধ গাজা অঞ্চলের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে  প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক মানবিক সহায়তা এবং বাণিজ্যিক পণ্যের প্রয়োজন।

ধারণা করা হচ্ছে, উত্তর এবং মধ্য গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ১৫ লাখই এখন দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে আশ্রয় নিচ্ছেন। সেখানে ইসরায়েলি হামলার মুখে অনিশ্চয়তার মধ্যে রয়েছে আশ্রয় নেওয়া এসব ফিলিস্তিনিদের ভবিষ্যত।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন শুল্কে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমবে: আইএমএফ’র পূর্বাভাস
কাশ্মীরে হামলা: সৌদি আরব সফর সংক্ষিপ্ত করলেন মোদি
নৃশংস অপরাধ, কোনও ন্যায্যতা থাকতে পারে না: কাশ্মীরে হামলার ঘটনায় পুতিন
সর্বশেষ খবর
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের