X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে, আশা স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৪, ১৬:৫৪আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৬:৫৪

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমাদের হাসপাতাল প্রস্তুত আছে, আইভি ফ্লুইড- মেডিসিন পর্যাপ্ত আছে। আজকের মিটিংই শেষ নয়। আমরা সবার জন্য কাজ করি। আমরা যে কেউ আক্রান্ত হতে পারি। সুতরাং আমরা যেভাবে সম্মিলিতভাবে চেষ্টা করে করোনাকে একটি পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, আমি আশা করি ডেঙ্গুকেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো।

মঙ্গলবার (১৯ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি এসব কথা বলেন। 

মশা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের বৈঠকে আমরা যে কয়টি সিদ্ধান্ত নিয়েছি, তার মধ্যে প্রতিরোধের ওপর জোর দিয়েছি। প্রতিটি ওয়ার্ডে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি, মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো। প্রত্যেক হাসপাতালের পরিচালককে নির্দেশনা দেওয়া হচ্ছে হাসপাতাল যেন প্রস্তুত রাখে। যারা ডেঙ্গু আক্রান্ত রোগী কিংবা জ্বর হয়, তারা যেন সঠিক সময়ে দ্রুত হাসপাতালে আসেন। অনেক সময় দেখা যায় অনেকে দেরিতে আসেন, তখন কিন্তু কিছু করার থাকে না। এই সচেতনতা আমরা তৈরি করবো।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, মশা নির্মূলে সিটি করপোরেশন তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। আজকের মিটিং মন্ত্রী ডেকেছেন শুধুমাত্র সমন্বয় করার জন্য। অনেকের অভিযোগ ওষুধ কাজ করছে না। মেয়র এখানে বলেছেন, বিটিআই নিজে আমদানি করে নিয়ে এসে প্রয়োগ করবেন। স্বাস্থ্য বিভাগের কাজ অনুযায়ী আমাদের হাসপাতাল প্রস্তুত রাখাসহ যা যা নির্দেশনা দেওয়া দরকার আমরা দেবো। সমন্বয় যাতে যথাযথভাবে হয় সেজন্য আজকের এই বৈঠকের আয়োজন।    

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস,  স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম প্রমুখ।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
সর্বশেষ খবর
পুঁজিবাজারে গুজবের ছড়াছড়ি, গ্রেফতার ৩
পুঁজিবাজারে গুজবের ছড়াছড়ি, গ্রেফতার ৩
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম