X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

চেকপোস্টে নানান যুক্তি, মুভমেন্ট পাস না থাকলে ফেরত পাঠাচ্ছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ১৭:১৮আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২:৫৪

পুলিশের বিভিন্ন চেকপোস্টে আটকা পড়লেই নানান যুক্তি দেখাচ্ছে জনগণ। কেউ চিকিৎসার অজুহাত, কেউবা গিয়েছেন শ্বশুরবাড়ি, কেউ মুভমেন্ট পাস সম্পর্কে কিছু জানেন না, কারও বিভিন্ন ধরনের কেনাকাটা—নানা জনের নানা যুক্তি। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

মোহাম্মদ লোকমান হোসেন গিয়েছিলেন সাভার। ঢাকায় ফেরার পথে গাবতলী পুলিশ চেকপোস্টের সামনে পুলিশি জেরার মুখে পড়েন। একেক সময় একেক ধরনের তথ্য পুলিশকে দিতে থাকেন। তার কাছে মুভমেন্ট পাস সম্পর্কে জানতে চাইলে বলেন, বিষয়টি তিনি জানেন না। বাইরে বের হওয়ায় ট্রাফিক পুলিশ মামলা ঠুকে দেন তার নামে। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

আমিন বাজারের বাসিন্দা রাকিব হোসেন যাচ্ছিলেন কল্যাণপুর। গাবতলী চেকপোস্টে জেরার মুখে একেক সময় একেক কথা বলেন। একসময় বলেন হাসপাতাল যাচ্ছেন, তার আত্মীয় অসুস্থ। তবে মুভমেন্ট পাস না থাকায় তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

মো. এনামুল পরিচয় দিয়েছিলেন জেনারেটরের মেকানিক হিসেবে। জেনারেটর সারাতে যাওয়ার কথা জানান তিনি। কিন্তু কোথায় কার কাছে যাচ্ছেন সে বিষয়ে যুক্তিযুক্ত কোনও উত্তর মেলেনি। ফলে পুলিশ সদস্যরা তাকে ফেরত পাঠিয়ে দেন। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

এ সময় কনস্টেবল তামজীদ হোসেন তাদের উদ্দেশে বলেন, দেখুন বিয়ের মেহেদির দাগ এখনও হাত থেকে যায়নি। এরপরও আপনাদের নিরাপত্তায় দেশের নিরাপত্তায় কাজ করছি। আপনারা ভালো থাকলেই আমাদের সার্থকতা। এভাবে অযথা ঘোরাফেরা করবেন না। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

দারুস সালাম থানার উপ-পরিদর্শক সুলতান মাহমুদ শাকিল বাংলা ট্রিবিউনকে বলেন, যারা মুভমেন্ট পাস দেখাতে পারছে তাদের আমরা ছেড়ে দিচ্ছি। যারা মুভমেন্ট পাস দেখাতে পারছে না তাদের আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। মুভমেন্ট পাস থাকলেও যুক্তিসঙ্গত কারণ রয়েছে কিনা সে বিষয়টিও আমরা খতিয়ে দেখছি। লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

সার্জেন্ট নুরুন্নবী বাংলা ট্রিবিউনকে বলেন, যাদের বাইরে বের হওয়ার কারণ ও প্রয়োজন জরুরি মনে হয়নি, তাদের নামে আমরা মামলা দিচ্ছি। বিনা প্রয়োজনে-অপ্রয়োজনে কাউকে না বের হওয়ার অনুরোধ জানাচ্ছি।

লকডাউনে যারা বের হয়েছেন, তাদের কাছে মুভমেন্ট পাস দেখতে চাচ্ছে পুলিশ

ছবি: নাসিরুল ইসলাম ও রিয়াদ তালুকদার।

আরও পড়ুন-

১ লাখ ৩৩ হাজার মুভমেন্ট পাস ইস্যু, মিনিটে ১৪ হাজার ভিজিট

মুভমেন্ট পাস নিয়ে ঘুড়ি কেনা!

৭ দিনের ‘সর্বাত্মক বিধিনিষেধ’ শুরু: যা করবেন না

আধা লকডাউন কতটা কার্যকর?

কঠোর বিধিনিষেধ মানাবে কে?

যেসব কারণে পুলিশের মুভমেন্ট পাস নেওয়া যাবে

লকডাউনে চলাচলে লাগবে ‘মুভমেন্ট পাস’

কোথায় পাবেন মুভমেন্ট পাস

/আরটি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ