X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ঠিকাদারের হাতে লাঞ্ছিত ঢামেক উপ-পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ২১:৫৬আপডেট : ২৪ মে ২০২১, ২১:৫৭

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের এক উপ-পরিচালককে সভাকক্ষে ঢুকে লাঞ্ছিত করেছেন, ‘রাজু এন্টার প্রাইজ’ নামে  একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান মিয়া খালেদ রাজু। রবিবার (২৩ মে) বিকাল তিনটার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ ঘটনাটি ঘটে। সে সময় হাসপাতালের উপপরিচালক আলাউদ্দিন আল আজাদসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানিয়েছেন, হাসপাতালের ভারি যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডারের ট্রাক মূল্যায়নের (কাগজপত্র যাচাই বাছাইয়ের) সভাকক্ষে  কাজ করছিলেন তারা। সে সময় রাজু এন্টারপ্রাইজ এর মালিক মিয়া খালিদ রাজু সশস্ত্র অবস্থায় সে কক্ষে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি প্রদর্শনসহ লাঞ্ছিত করেন। তিনি বলেন, বিষয়টি হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক স্যারকে জানিয়েছি।  এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে রাজু এন্টারপ্রাইজ এর মালিক মিয়া খালেদ রাজু কাছে জানতে চাইলে তিনি জানান,  বিভিন্ন কাজের ওয়ার্ক অর্ডার, বিভিন্ন বিলসহ প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর লাগে, এছাড়া বিল হয় না।  কমিটির সবাই স্বাক্ষর করলেও তিনি (উপ-পরিচালক) করেন না। শুধু ঘোরান। সবকিছু তে টাকা দাবি করেন। তিনি বলেন, পরিচালকের কথা বলে টাকা নিয়েছেন। পরে জানতে পেরেছি পরিচালক টাকা খান না । এসব কারণে আমি কথা বলতে গিয়েছিলাম, তখন আমাকে কলার ধরে বের করে দিয়েছেন তিনি। 

এ বিষয়ে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক এর কাছে জানতে চাইলে, তিনি বলেন, উপ-পরিচালক ও ঠিকাদারের মধ্যে একটি  অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমাকেও জানানো হয়েছে। তবে অফিসিয়াল (লিখিত) কোনও অভিযোগ পাইনি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কারও জন্যই ভাল নয়। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছি।  তাদের পরামর্শ নিয়েছি। অফিসিয়াল অভিযোগ পাওয়া পর পুরো ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অল্প সময়ের মধ্যে একটি তদন্ত কমিটি করা হবে বলেও জানান তিনি।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সাকিব আল হাসানকে দেখতে ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী আহত
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বশেষ খবর
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে হাকিমপুর উপজেলায় রাজের জয়
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে হাকিমপুর উপজেলায় রাজের জয়
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা
ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ