X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
৯ চৈত্র ১৪২৯

ডিসিদের প্রস্তুত হওয়ার নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৭:২৬আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ডিসিদের ভূমিকা যথাযথভাবে পালন করার জন্য এবং সেজন্য নিজেদের তৈরি রাখার জন্য নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিসি সম্মেলনে এসব নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের এই ডিসি সম্মেলন হচ্ছে। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনের শেষ দিন আজ। ৬৪ জেলার ডিসি এবং আট বিভাগীয় কমিশনার এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের অনেক ভূমিকা রয়েছে। সামনে যে নির্বাচন হবে সেখানে নিজেদের ভূমিকা যথাযথভাবে পালন করার জন্য নিজেদের তৈরি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। নিজেদের অভিজ্ঞতা এবং দক্ষতার পরিচয় দিয়ে তারা বিভিন্ন ক্রাইসিস মোকাবিলা করে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্যও তারা প্রস্তুত আছে। সুষ্ঠু  নির্বাচনের জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে, এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের।

রোহিঙ্গাদের জঙ্গিবাদে জড়িয়ে ফেলা অনেকটা সহজ বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, তারা সবকিছু হারিয়ে অনেকটা অসহায়ের মতো জীবনযাপন করেন। তাই এ ব্যাপারে সচেতন থাকতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ের (পিএমও) শাপলা হলে তিন দিনব্যাপী বার্ষিক জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের ব্যবস্থা গ্রহণসহ ২৫টি নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি। দ্বাদশ সংসদীয় নির্বাচনের আগে এটাই এই সরকারের শেষ ডিসি সম্মেলন।

আরও পড়ুন- 

ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর ২৫ নির্দেশনা

সীমান্তের ৮ কিলোমিটারের বাইরে বিজিবির গুলিবর্ষণ: নির্বাহী তদন্ত চায় প্রশাসন

ডিসি সম্মেলন ২৪ থেকে ২৬ জানুয়ারি

ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, আলোচ্যসূচিতে ২৪৫ প্রস্তাব

ডিসিদের যেসব নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

কোন মাধ্যমে গুজব বেশি ছড়াচ্ছে, ডিসিদের খোঁজার নির্দেশ তথ্যমন্ত্রীর

স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা ডিসিদের

/এসআই/এফএস/এমওএফ/
সর্বশেষ খবর
রমজানে অর্ধেক দামে চাল-ডাল-তেল-খেজুর বিক্রি করছেন তারা
রমজানে অর্ধেক দামে চাল-ডাল-তেল-খেজুর বিক্রি করছেন তারা
এক প্রাইভেটকারের ভেতরে ৩৮ লাখ টাকার অবৈধ মোবাইল
এক প্রাইভেটকারের ভেতরে ৩৮ লাখ টাকার অবৈধ মোবাইল
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের নিন্দা ঘাতক দালাল নির্মূল কমিটির
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনের নিন্দা ঘাতক দালাল নির্মূল কমিটির
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
অস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
আদালতে দেওয়া জবানবন্দিঅস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
শনিবার খোলা থাকবে ব্যাংক
শনিবার খোলা থাকবে ব্যাংক
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
জার্মানি গেলে পুতিনকে গ্রেফতার করা হবে: রাষ্ট্রদূত
জার্মানি গেলে পুতিনকে গ্রেফতার করা হবে: রাষ্ট্রদূত