X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ভারতের রাষ্ট্রদূতকে তলবের পাল্টা জবাব দিল্লির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৩

সীমান্তে উত্তেজনা নিয়ে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে রবিবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. নুরাল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয় এবং সীমান্ত নিয়ে তাকে ভারতের বক্তব্য অবহিত করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কূটনীতিতে এটি হচ্ছে একটি সাধারণ রীতি—বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হলে দিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করা হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক অনুবিভাগের যুগ্ম সচিব তলব করেছেন বলে সূত্রটি নিশ্চিত করে।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে তারা তাদের অবস্থান জানিয়েছেন। এছাড়া ফেব্রুয়ারিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে বৈঠকের সম্ভাবনা আছে এবং সেখানে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, দুদেশের মধ্যে যে মেকানিজমগুলো আছে, সেগুলো চালু করা দরকার। অমীমাংসিত বিষয়গুলো হয়তো সমাধান হবে না, কিন্তু আলোচনা করাটা জরুরি।

উল্লেখ্য, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১২ জানুয়ারি) ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীন এই উদ্বেগ জানান।

দুদেশের মধ্যে সমঝোতা অনুযায়ী সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনও ধরনের কাঠামো তৈরির ক্ষেত্রে উভয়পক্ষের সম্মতির বিধান রয়েছে। বর্তমানে সীমান্তে ভারত যে কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করছে, সেটির কোনও অনুমোদন নেওয়া হয়নি।

সমঝোতা অনুযায়ী, সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কাঠামো তৈরির সময় যৌথ পরিদর্শন, সম্মতি এবং রেকর্ড অব ডিসকাশনে সেটির উল্লেখ থাকতে হবে।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাত: বিএসএফের হাতে ৯ বাংলাদেশি আটক
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
সর্বশেষ খবর
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
ইয়াশ-মালাইকাকে নিয়ে আবার রাজ
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
খালেদা জিয়াকে নিয়ে গাইলেন দিঠি আনোয়ার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে শাহবাগে গরু- ছাগল জবাই
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আনন্দে শাহবাগে গরু- ছাগল জবাই
সর্বাধিক পঠিত
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র