X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

‘আমরা যেখানে রেখে যাবো, তোমরা সেখান থেকে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ১২:১৮আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৫:৫৯

শিশু-কিশোর সমাবেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৬ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে তিনি এ আহ্বান জানান।

‘আমরা যেখানে রেখে যাবো, তোমরা সেখান থেকে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাবে’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের যারা বাবা-মা আছেন, শিক্ষকরা আছেন, মসজিদের ইমাম সাহেবরা আছেন, সবাই একটা বিষয় লক্ষ্য রাখবেন-শিশুরা যেন কোনও মতেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্ত না হয়। মন দিয়ে লেখাপড়া শেখে, মানুষের মতো মানুষ হয়। সেই চেষ্টা আমাদের প্রত্যেককে করতে হবে।’

‘আমরা যেখানে রেখে যাবো, তোমরা সেখান থেকে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাবে’

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ছোট্ট সোনামনিদের বলবো, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে। শিক্ষকদের কথা মেনে চলবে। আর এই দেশকে গভীরভাবে ভালোবাসবে। এই দেশকে গড়ে তুলবে। আগামী দিনে আমরা যেখানে রেখে যাবো, তোমরা সেখান থেকে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাবে। ইনশাল্লাহ ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। ২০২০ সালে আমাদের মহান নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা পালন করবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ।’

শিশুদের পুরস্কার তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি:ফোকাস বাংলা

তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জনের লক্ষ্য ছিল, যেটা জাতির পিতা চেয়েছিলেন—সব মানুষ উন্নত জীবন পাবে এবং ক্ষুধার্ত, দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে। আর সেই লক্ষ্য নিয়ে তিনি কাজ করে যাচ্ছিলেন। আমাদের দুঃখের বিষয় পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।’

শিশু সমাবেশ

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় মেয়াদে যখন সরকার গঠন করি, তখনই ঘোষণা দেই দিন বদলের এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে। শিশুদের বিনা পয়সায় বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি। এক কোটি ৩০ লাখ মা প্রাইমারির শিশুদের জন্য মোবাইলে বৃত্তির টাকা পাচ্ছেন। শিক্ষার্থীদের জন্য সমগ্র বাংলাদেশে আমরা স্কুল কলেজ করে দিচ্ছি, মাধ্যমিকে ক্লাসরুম করে দিচ্ছি, কম্পিউটার শিক্ষা দিচ্ছি। আমি তাদের (শিশুদের) বলছি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। দেশের বিভিন্ন জায়গায় তারা তাদের স্থান করে নেবে। আমাদের মতো প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানী, ডিগ্রিধারী, খেলোয়াড় তৈরি হবে। তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, সুন্দর হয় আমাদের সেই কামনা।’

শিশুদের পুরস্কার তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ছবি:ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার লক্ষ্যই হচ্ছে উন্নত সমৃদ্ধ দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এখন আমাদের লক্ষ্য বাংলাদেশকে বিশ্বসভায় সমৃদ্ধ আসনে নিয়ে আসা। ইতোমধ্যেই আমরা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ করতে পেরেছি। কারও কাছে মাথা নত করে নয়, হাত পেতে নয়, মর্যাদার সঙ্গে। কারণ, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি।’

‘আমরা যেখানে রেখে যাবো, তোমরা সেখান থেকে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাবে’

এদিন সকাল ৮টার পর শিশুদের সঙ্গে সমবেত জাতীয় সঙ্গীতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজামম্মেল হকসহ শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ  ফেরদৌস খান।

‘আমরা যেখানে রেখে যাবো, তোমরা সেখান থেকে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাবে’

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এছাড়াও বিএনসিসি, আনসার-ভিডিপিসহ অন্যান্য সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এরপর তিনি শিশুদের অভিবাদন গ্রহণ করেন এবং কুচকাওয়াজ উপভোগ করেন।

আরও পড়ুন- 

দ্বিচক্র যানে স্বাধীনতা দিবস উদযাপন (ফটো স্টোরি)

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাজারবাগে অস্ত্রাগার খুলে দিয়েছিলেন আবু শামা

‘আমরা যেখানে রেখে যাবো, তোমরা সেখান থেকে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যাবে’

শিক্ষা প্রতিষ্ঠানে সমবেত কণ্ঠে ধ্বনিত হলো জাতীয় সঙ্গীত

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেখ কামালের নির্দেশনা পেয়েই পাগলা ঘণ্টা বাজান আব্দুল আলী

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

লাখো কণ্ঠে ধ্বনিত ‘আমার সোনার বাংলা’

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দেশে-বিদেশে একযোগে জাতীয় সংগীত আজ

প্রথম প্রতিরোধ ছিল পুলিশের পক্ষ থেকেই: স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

/এসএমএ/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮ কোটি ডলার অর্থদণ্ড মওকুফ চান স্যামসাং ইন্ডিয়ার অভিযুক্ত নির্বাহীরা
৮ কোটি ডলার অর্থদণ্ড মওকুফ চান স্যামসাং ইন্ডিয়ার অভিযুক্ত নির্বাহীরা
টেন্ডার নিয়ে সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
টেন্ডার নিয়ে সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
অবাধ-নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একসঙ্গে কাজ করবে সরকার, ইসি ও জাতিসংঘ
অবাধ-নিরপেক্ষ নির্বাচন আয়োজনে একসঙ্গে কাজ করবে সরকার, ইসি ও জাতিসংঘ
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবানের হুঁশিয়ারি ইশরাকের
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবানের হুঁশিয়ারি ইশরাকের
সর্বাধিক পঠিত
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা