X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুলিশের কারও ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৮, ০৯:২৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১২:৫৬

শিক্ষার্থীদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ  শহীদুল্লাহ হলে আবাসিক ছাত্রদের ওপর সোমবার (৯ এপ্রিল) ভোরবেলা পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার ভোর ৬টার দিকে দোয়েল চত্বরে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় শহীদুল্লাহ হলের এক ছাত্র আহত হয়।

ঘটনার পরপর ডিএমপি কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি আন্দোলনকারীদের প্রতিনিধির সঙ্গে আলাপ করেন। আছাদুজ্জামান মিয়া তাদের অনুরোধ করেন হলে ফিরে যেতে। তিনি ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যদের পেছনে সরিয়ে নিয়ে যান এবং আন্দোলনকারীদের আশ্বাস দেন দায়ী ব্যক্তিকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। তিনি এও বলেন, ‘পুলিশের কারও ভুল হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কথা দিচ্ছি সবার সঙ্গে বসবো।’

আহত শিক্ষার্থী ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে ভোর ৬টার সময় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে শহীদুল্লাহ হলের এক ছাত্রের মাথা ফেটে যায়। আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।

দোয়েল চত্বরে পুলিশের অবস্থান এ বিষয়ে শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক আইনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আহত শিক্ষার্থী সবাইকে শান্ত করার চেষ্টা করছিল। কিন্তু তারই মাথায় পুলিশ লাঠি দিয়ে আঘাত করে। তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীর নাম জানাতে পারেনি প্রভোস্ট।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রবিবার দুপুর ২টায় ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের পদযাত্রা শুরু হয়। পরে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে পদযাত্রাটি শাহবাগ মোড়ে আসে। বিকাল ৩টা থেকে সেখানেই অবস্থান নেন তারা। এ সময় শাহবাগের আশপাশের সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান ধরে রাখলে রাত পৌনে ৮টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটকও করে পুলিশ। এরপরই পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দেয়। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সকাল ৬টার দিকে টিএসসি থেকে হলে ফিরে যান ছাত্রীরা পুলিশের অ্যাকশনের মুখে আন্দোলনকারীরা অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও টিএসসি এলাকায়। সবশেষে তারা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। আশপাশের কয়েকটি মোটরসাইকেলেও তারা আগুন দেন।
পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এসে সরকারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের আহ্বান জানান। সোমবার সকাল ১১টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানান তিনি।

আরও পড়ুন-

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ

অশুভ শক্তি গুজব রটিয়ে বেড়াচ্ছে: নানক

 

ঢাবি উপার্যের বাসভবনে ভাঙচুর, গাড়িতে আগুন

শাহবাগ মোড়ে কোটা সংস্কারের দাবিতে অবস্থান

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীরা

কোটা সংস্কার আন্দোলন: গোলাপ না নিয়ে পিছু হটলো পুলিশ

ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে, আন্দোলনকারীরা টিএসসিতে

মুখোশধারীরা আমার বাসভবনে হামলা চালিয়েছে: ঢাবি উপাচার্য

কোটা সংস্কার আন্দোলন: সকাল ১১টায় বৈঠকের প্রস্তাব সরকারের

কোটা সংস্কার আন্দোলন: পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেলে আহত ৩১

ছাত্রীদের নিরাপদে হলে পৌঁছে দেওয়াটাই এখন বড় বিষয়: ঢাবি প্রক্টর

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর টিয়ার শেল ও লাঠিচার্জ ( ভিডিও)

/এসও/এআরআর/টিআর/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা