X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

যশোর কোতোয়ালির ওসিকে নথিসহ ঢাকায় তলব

উদিসা ইসলাম
১৯ আগস্ট ২০২০, ১৯:০৪আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৩৬

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গত ১৩ আগস্ট তিন শিশু হত্যার ঘটনায় কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানকে ঢাকায় জাতীয় মানবাধিকার কমিশন অফিসে তলব করা হয়েছে। গত ৩ ও ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘটিত ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ  আগামী রবিবার (২৩ আগস্ট) হাজির হতে বলা হয়েছে তাকে। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান কমিটির সদস্য সচিব মো. আজহার হোসেন স্বাক্ষরিত চিঠিটি ইমেইলে পাঠিয়ে প্রাপ্তি স্বীকারও নিশ্চিত করেছে কমিশন।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনা তদন্তে ১৫ আগস্ট একটি কমিটি করে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের উপ-পরিচালক এম রবিউল ইসলামকে প্রধান করে দুই সদস্যের এই কমিটি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে শিশু উন্নয়ন কেন্দ্রে অবস্থানরত শিশুদের ও বিভিন্ন অংশীজনের বক্তব্য গ্রহণ করেছে। তথ্যানুসন্ধানে কমিটি জানতে পারে, গত ৩ আগস্ট ২০২০ তারিখে শিশু উন্নয়ন কেন্দ্রের হেডগার্ডকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কমিশন তার পাঠানো চিঠিতে এর উল্লেখ করে লিখেছে, অনুসন্ধানের স্বার্থে ওই ডায়েরির কপি ও ঘটনার পরবর্তীকালে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সংক্রান্ত বিষয়ে অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, যশোর-এর বক্তব্য শোনা প্রয়োজন। জাতীয় মানবাধিকার কমিশন

উল্লেখ্য, ১৩ আগস্ট দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাটে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরের মৃত্যু হয়, আহত হয় আরও অন্তত ১৫ জন। শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষের বরাতে পুলিশ প্রথমে বলে, বন্দি কিশোরদের ‘দুই পক্ষের সংঘর্ষে’ হতাহতের এ ঘটনা ঘটেছে। পরে আহত কিশোররা অভিযোগ করে, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দফায় দফায় মারধর করে, তাতেই হতাহতের ঘটনা ঘটে।

কমিশনের সার্বক্ষণিক সদস্য কামালউদ্দিন আহমেদ আইনের প্রক্রিয়া বিষয়ে বলেন, তদন্তের স্বার্থে যদি কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করে কমিশন তাহলে তাকে কমিশন তলব অবশ্যই করতে পারে। তলবকৃত ব্যক্তি যদি উপস্থিত না হন, প্রয়োজনে সমন পাঠানো যায়। প্রয়োজনে গ্রেফতার করার বিধানও আইনে আছে। তবে তদন্তনাধীন কোনও বিষয়ে তদন্ত চলাকালে কোনও মন্তব্য না করার কথা বলেন তিনি।

এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন উল্লেখ করে ৪০ মিনিট পরে যোগাযোগের কথা জানান। এরপর একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

আরও পড়ুন: 

বন্দি ৭ কিশোর শ্যোন অ্যারেস্ট

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তৎপর হলে ঘটনা এতদূর গড়াতো না’ (ভিডিও)

শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যা, ৫ কর্মকর্তা রিমান্ডে

কর্মকর্তারাই চালিয়েছেন পৈশাচিক নির্যাতন: পুলিশ সুপার

শিশু উন্নয়ন কেন্দ্রে তিন জনকে হত্যা: পাঁচ কর্মকর্তাসহ ‘জড়িত’ ১২ জন শনাক্ত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

'সংশোধন নয়, অপরাধপ্রবণ হচ্ছে বন্দিরা'

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি







‘হাত-পা-মুখ বেঁধে পেটায়, ক্রসফায়ারের ভয় দেখায়’
সংঘর্ষের পর বন্দিরা মার খায় কেন্দ্র কর্মকর্তা ও আনসারদের হাতেও!
শিশু উন্নয়ন কেন্দ্রের ১০ কর্মকর্তা পুলিশ হেফাজতে

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, ৩ কিশোর নিহত

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার