X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

আ. লীগ দেউলিয়া হওয়ায় মামলার আশ্রয় নিচ্ছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ১১:৩৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১১:৪২

আ. লীগ দেউলিয়া হওয়ায় মামলার আশ্রয় নিচ্ছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আজকে দেউলিয়া হওয়ার কারণে নানারকম মামলার আশ্রয় নিচ্ছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে দুই মেয়র প্রার্থী আছেন, তারা ইতোমধ্যে ঢাকায় গণজোয়ার সৃষ্টি করেছেন। সেখানে থেকে তাদের সরিয়ে দেওয়ার জন্য শারীরিক আক্রমণ পর্যন্ত করা হয়েছে। শুধু তাই নয় নানা অপকৌশল চলছে তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য। আওয়ামী লীগ আজকে এতই দেউলিয়া হয়ে গেছে যে, আজকে তাদের বিভিন্ন মামলার আশ্রয় নিতে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে শূন্য হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। যে কারণে তাদের (বিএনপির দুই প্রার্থী) বিজয় বন্ধ করতে চাচ্ছে। জনতার যে জোয়ার উঠেছে তাতে তাবিথ আর ইশরাক বিজয়ী হবে। আরাফাত রহমান কোকোকে তখনই শ্রদ্ধা জানানো হবে, যখন আমরা তাদের জয়ী করে নিয়ে আসতে পারবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক কারণে আরাফাত রহমানের মৃত্যু হয়েছে। তিনি রাজনীতি করতেন না। তারপরেও প্রতিহিংসায় কোকোর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

এসময় উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান,চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক,হাবিবুর রহমান হাবিব আবুল খায়ের ভূইয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম  প্রমুখ।

 

 

 

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত