X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

লিফটে দেড় ঘণ্টা আটকে ছিলেন রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক ব্লকের লিফটে আটকা পড়েন রোগী ও তাদের স্বজনসহ চারজন। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটে বিদ্যুৎ চলে গেলে লিফটটি নিচতলা ও দোতলার মাঝখানে আটকে যায়। বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করেন।

লিফটে আটকে পড়া একজন বলেন, তৃতীয় তলা থেকে নিচে নামার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ভেতরে অন্ধকার হয়ে যায়। কিছুই দেখা যাচ্ছিল না। মোবাইলের আলো জ্বালিয়ে লিফটম্যানকে ফোন দিলে তিনি আধা ঘণ্টা পর এসে দরজা খোলেন। কিন্তু লিফট ঝুলে থাকায় আমরা বের হতে পারছিলাম না। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আমাদের উদ্ধার করেন।

লিফটম্যান কবির বলেন, খবর পেয়ে এসে দেখি, দরজা খোলা গেলেও লিফট এমনভাবে আটকে ছিল যে, তাদের নামানো সম্ভব হচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস আসে, বিদ্যুৎ ফিরে এলে তাদের বের করে। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া) মো. শাহজাহান শিকদার বলেন, বিকাল ৩টা ৩ মিনিটে আমাদের কাছে ফোন আসে, ঢামেকের পুরোনো ভবনের একটি লিফটে কয়েকজন আটকা পড়েছেন। সিদ্দিক বাজার থেকে আমাদের একটি ইউনিট সেখানে গিয়ে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আব্দুস সামাদ আজাদ বলেন, দুপুরে ডিপিডিসি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় লিফট বন্ধ হয়ে যায়। লিফটম্যান দরজা খুললেও সেটি নিচতলা ও দোতলার মাঝখানে আটকে থাকায় কেউ বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
ঢাকায় চিকিৎসায় এসে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিচয় মিলেছে
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি