X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

রমজান মিয়া হত্যা: ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ নেতা শুভ কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ১৮:৫১আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৮:৫১

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে নিহত রমজান মিয়া জীবন হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাউফুল আলম খান ওরফে শুভকে কারাগারে পাঠানো হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার পরিদর্শক মনিরুজ্জামান সেখ। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে এদিন মামলার মূল নথি না থাকায় বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৬ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

আদালতের পাবলিক প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে ১৪ এপ্রিল রাত দেড়টায় রাজধানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতার সঙ্গে মিছিলসহ পল্টনের দিকে যাচ্ছিলেন মো. রমজান মিয়া জীবন। পথিমধ্যে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামন গেলে গুলিবিদ্ধ হন। এরপর থেকে ৬৫ দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নেওয়ার পর গত ৯ অক্টোবর মারা যান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করে গত ২৯ অক্টোবর পল্টন থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. জামাল উদ্দীন। এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খোলার নির্দেশ ট্রাম্পের
২৬৬ সাংবাদিক খুনের মামলার আসামি, এটা অসম্মানের: মাহফুজ আনাম
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৪০৫
সর্বশেষ খবর
চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন সম্ভব না: প্রধান উপদেষ্টা
চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন সম্ভব না: প্রধান উপদেষ্টা
হবিগঞ্জে গরুর খড় খাওয়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১৫
হবিগঞ্জে গরুর খড় খাওয়ায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১৫
এপ্রিলে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মিরাজ 
এপ্রিলে মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মিরাজ 
নির্বাচনের কথা বলা অপরাধ হলে বিএনপি এই অপরাধ করবেই: গয়েশ্বর
নির্বাচনের কথা বলা অপরাধ হলে বিএনপি এই অপরাধ করবেই: গয়েশ্বর
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
মেছতা হলে কী করবেন?
মেছতা হলে কী করবেন?
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়