X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ২০:০০আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০:০০

সম্প্রতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সম্প্রতি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর স্থানীয় ছাত্রদল ও যুবদলের হামলার ঘটনায় উপাচার্যের পক্ষপাতমূলক অবস্থান ও বিচার না করে শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা দেওয়ার অভিযোগও করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, কুয়েটের শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমরা কুয়েট ভিসির অপসারণের দাবির সঙ্গে একাত্ম পোষণ করছি। আমরা দালাল মাসুদের পদত্যাগ চাই। এ ভিসিকে পদত্যাগ করে শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। অবিলম্বে যদি এ ভিসি পদত্যাগ না করে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রবল আন্দোলন গড়ে তুলবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমাদের এ লড়াই কুয়েটকে বাঁচানোর লড়াই। এ লড়াই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে তাড়ানোর লড়াই। আপনারা দেখেছেন বিএনপির সন্ত্রাসীরা কীভাবে কুয়েটের সাধারণ শিক্ষার্থীর ওপর আক্রমণ করেছে। ওই হামলা যেন আরেক জুলাইয়ের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। এ হামলা থামাতে যখন সেনাবাহিনীকে ডাকা হয়, এই ভিসি তখন তাদের ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেন নাই।

তিনি আরও বলেন, তার পরে আমরা দেখলাম কীভাবে স্বর্ণ চুরির মতো মিথ্যা মামলা দেওয়া হলো শিক্ষার্থীদের নামে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা কীভাবে এমন প্রহসনের মামলা গ্রহণ করলেন। যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল, তাদের অতিদ্রুত গ্রেফতার করুন। না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
ঢাবিতে জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি শিক্ষার্থীদের
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
স্বৈরাচারের মোটিফ বানানো শিল্পীর বাড়িতে আগুনবিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ, প্রতিবাদ জানিয়েছে সাদা দলও
সর্বশেষ খবর
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
ভাটারায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবক গ্রেফতার
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় যারা
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
চ্যাম্পিয়ন্স লিগে লা লিগারও পাঁচ দল নিশ্চিত
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা