X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ২০:০০আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২০:০০

সম্প্রতি খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সম্প্রতি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর স্থানীয় ছাত্রদল ও যুবদলের হামলার ঘটনায় উপাচার্যের পক্ষপাতমূলক অবস্থান ও বিচার না করে শিক্ষার্থীদের বিরুদ্ধেই মামলা দেওয়ার অভিযোগও করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, কুয়েটের শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমরা কুয়েট ভিসির অপসারণের দাবির সঙ্গে একাত্ম পোষণ করছি। আমরা দালাল মাসুদের পদত্যাগ চাই। এ ভিসিকে পদত্যাগ করে শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। অবিলম্বে যদি এ ভিসি পদত্যাগ না করে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রবল আন্দোলন গড়ে তুলবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আমাদের এ লড়াই কুয়েটকে বাঁচানোর লড়াই। এ লড়াই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে তাড়ানোর লড়াই। আপনারা দেখেছেন বিএনপির সন্ত্রাসীরা কীভাবে কুয়েটের সাধারণ শিক্ষার্থীর ওপর আক্রমণ করেছে। ওই হামলা যেন আরেক জুলাইয়ের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। এ হামলা থামাতে যখন সেনাবাহিনীকে ডাকা হয়, এই ভিসি তখন তাদের ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেন নাই।

তিনি আরও বলেন, তার পরে আমরা দেখলাম কীভাবে স্বর্ণ চুরির মতো মিথ্যা মামলা দেওয়া হলো শিক্ষার্থীদের নামে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা কীভাবে এমন প্রহসনের মামলা গ্রহণ করলেন। যেসব সন্ত্রাসী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল, তাদের অতিদ্রুত গ্রেফতার করুন। না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
সর্বশেষ খবর
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের