X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গুলশান হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠান নিয়ে দূতাবাসগুলোয় সতর্কতা

শেখ শাহরিয়ার জামান
৩০ জুন ২০১৭, ২৩:০৯আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৭:১৯

গুলশান হামলার এক বছর গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন নয় জন ইতালিয়ান ও সাত জন জাপানি নাগরিক। ওই হামলার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণে অনুষ্ঠান আয়োজন নিয়ে সতর্কতা অবলম্বন করছে দূতাবাসগুলো।
গুলশান হামলার এক বছরে জাপান দূতাবাস কোনও আয়োজন করছে কিনা, জানতে চাইলে দূতাবাসটির একজন কূটনীতিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশে বসবাসরত জাপানিদের নিরাপত্তা নিশ্চিত করা। এ কারণে আমরা কোনও আয়োজন করব কিনা, সে বিষয়ে আমরা কোনও তথ্য দেবো না।’
ওই কূটনীতিক বলেন, ‘‘এ ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরও বাংলাদেশে জাপানের সহযোগিতা কমেনি এবং এ কারণে আমরা যতদূরসম্ভব ‘লো প্রোফাইল’ বজায় রাখছি।’’
হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন কূটনীতিকরা এদিকে, একজন বাংলাদেশি কূটনীতিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইতালিয়ান একটি পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা ঢাকা যেতে চান। সবকিছু ঠিক থাকলে তারা এ মাসের (জুন) শেষের দিকে বা আগামী মাসের (জুলাই) প্রথম দিকে ঢাকায় যেতে পারেন।’ তিনি বলেন, ‘এর আগে এপ্রিল মাসে একজন নিহতের বোন ও তার ভাগ্নে ঢাকা এসেছিলেন।’
এদিকে সরকারি একটি সূত্র জানায়, গুলশান হামলার ঘটনাস্থল হলি আর্টিজানে একটি স্মৃতিস্থম্ভ বা প্লাক বসাতে চায় কয়েকটি ইতালিয়ান পরিবার। তারা এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগও করেছিল। বিষয়টি এখনও বিবেচনাধীন আছে। তবে বিভিন্ন ধরনের জটিলতার কারণে হলি আর্টিজানে কোনও স্থাপনা বসানোর সম্ভাবনা অত্যন্ত কম।
সরকারি ওই সূত্র বলেন, ‘হলি আর্টিজান একটি ব্যক্তিমালিকানাধীন বাড়ি এবং সেখানে কোনও ধরনের স্থাপনা বসানোর বিষয়টি ওই বাড়ির মালিকের এখতিয়ার। এখানে সরকারের তেমন কিছু করার নেই।’
এ বিষয়ে জানতে ইতালিয়ান দূতাবাসে ইমেইল করা হলে এর কোনও জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুন-

হলি আর্টিজান এখন

দুঃস্বপ্নের রাত, মমতার ইতিকথা

অবিন্তা নেই, বেঁচে আছে তার স্বপ্ন

তুমি কোথায়, ‍গুলশানে জঙ্গি হামলা!

দুর্বিসহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা

‘হয় আমি মরবো, না হয় ওদের মারবো’

এসি রবিউলের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত

শরীরে স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন এডিসি আব্দুল আহাদ

হলি আর্টিজানে হামলার পরিকল্পনা রাজশাহীতে, কৌশল নির্ধারণ গাইবান্ধায়, চূড়ান্ত অপারেশন প্ল্যান ঢাকায়

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ