X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গুলশানে এখনও কাটেনি আতঙ্কের রেশ

সালমান তারেক শাকিল
০১ জুলাই ২০১৭, ১৫:৫৫আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৬:৩৪

হলি আর্টিজান এখন, শুক্রবার তোলা ছবি (ছবি- ফোকাস বাংলা) (2) ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি আক্রমণের এক বছর পূর্ণ হয়েছে। হামলার সময় থেকেই পুরো গুলশানের জীবনযাত্রায় লক্ষণীয় পরিবর্তন আসে। গুলশানের সঙ্গে যুক্ত আশেপাশের এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়, বসানো হয় নিরাপত্তাবাহিনীর বাড়তি নিরাপত্তা চৌকি। এই পরিবর্তন বর্ষশেষেও অব্যাহত রয়েছে। মানুষের আনাগোনা কম, আর বাসিন্দাদের চোখে-মুখে বিস্ময়; কোনও অচেনা মুখ দেখলেই পারতপক্ষে কথা না বলেই এড়িয়ে যেতে চায় বেশিরভাগ মানুষ।

হলি আর্টিজান বেকারিতে হামলার একবছর হওয়ার ঠিক ১০ দিন আগেও (২০ জুন মঙ্গলবার) গুলশান এলাকার সরেজমিন চিত্র ছিল অনেকটাই এরকম। এদিন বাসিন্দাসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, হলি আর্টিজানে হামলার আতঙ্ক এখন না থাকলেও এর রেশ থেকে বের হতে পারেননি তারা কেউ। কি ব্যবসা, কি প্রতিষ্ঠান বা বাসাবাড়ি; হামলাস্থল ৭৯ নম্বর রোডের হলি আর্টিজান বেকারির রোডের প্রায় প্রত্যেক বাড়িতেই ঝুলছে টু-লেট।

বন্ধ করে দেওয়া হয়েছে লেকপাড় ঘেঁষে যাওয়া রাস্তাটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোক্তারা বলছেন, ‘হামলার পর থেকে কোথাও চুরি-ডাকাতির ঘটনা চোখে পড়েনি। প্রত্যেক বাড়িতে, প্রতিষ্ঠানে লেগেছে সিসি ক্যামেরা। তবে লক্ষণীয় ছিল, বেশিরভাগ বাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীর পরিবর্তন হয়েছে। আর এ প্রতিবেদক সাংবাদিক পরিচয় দিয়েও বেশি কথা বলাতে পারেননি কাউকেই। যতটা কম শব্দ ও সময়ের মধ্যে কেউ কেউ উত্তর দিলেও কোনও কোনও বাসিন্দা ‘ধন্যবাদ’ দিয়ে এড়িয়ে গেছেন। এমনকি দু’য়েকজন বিদেশিদের সঙ্গে কুশল বিনিময় করলেও তারা ‘ফাইন’ বলে এড়িয়ে গেছেন।

গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের পশ্চিম দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন আর এই রোডের শেষ বাড়িটিই হচ্ছে হলি আর্টিজান বেকারি ও লেকভিউ হসপিটাল। খালেদা জিয়ার বাড়ির নিরাপত্তারক্ষীদের কাছে হলি আর্টিজানোত্তর পরিস্থিতি কেমন, জানতে চাইলে তারাও একে-অপরের মুখের দিকে তাকিয়ে উত্তর দিতে পরস্পরকে নিরুৎসাহিত করেন।

হলি আর্টিজান হামলার পর কেবল নির্দিষ্ট রিকশাওয়ালারাই রিকশা চালাতে পারেন গুলশান এলাকায় এদিন হলি আর্টিজানের প্রবেশমুখেই বাধা নিরাপত্তাকর্মী নূরুজ্জামানের। তিনি বললেন, ‘মালিকের নিষেধ আছে, ভেতরে প্রবেশ করা যাবে না, ছবিও না। তবে হসপিটালের যাওয়ার কথা বলে ভেতরে প্রবেশ করে কথা হয় লেকভিউ’র ফ্রন্টডেস্ক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি জয়েন করেছি ৮ মাস। গত নভেম্বরের দিকে সম্ভবত হাসপাতাল খোলা হয়। তবে পরিস্থিতি ভালো। রোগী আসছে, আগের মতোই।’ তবে হসপিটালের আরেক নিরাপত্তাকর্মী নিজের নাম উদ্ধৃত না করার শর্তে বলেন, ‘না; কত রোগী কমছে। আগের চেয়ে রোগী অনেক কম আসে।’

‘সব ড্রাইভারই দেখবেন খালি ঘামে’, হলি আর্টিজানপরবর্তী সময়কেই এই বাক্য দিয়েই শেষ করেন রিক্সাচালক কোরবান আলী। ৫৬৬ নম্বর নিবন্ধন দিয়ে গুলশানে হলুদ ড্রেস পরে রিক্সা চালান। তিনি বলেন, ‘দিনে জমা ৩৬০ টাকা। সারাদিনই প্যাডেল মারি। রিক্সা কম, মানুষ ডাকলেই যাইতে হয়। নিরাপত্তা মোটামুটি, বাইরের মানুষ কম আসে।’ এক নিঃশ্বাসে পুরোটা বলে প্রস্থান করেন তিনি। পাশে দাঁড়ানো বৃদ্ধ রিকশাচালক শফিকুল ইসলাম জানান, রিকশার জমা ৩০০। তবে জোর পাই না, হলি আর্টিজানের পর যাত্রী কমছে।’

গুলশান এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা উল্লেখ যে, গত ২০১৬ সালের ১ জুলাই কমান্ডো অভিযানের মধ্য দিয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার সাড়ে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয় পরেরদিন সকালে। জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এতে নিহত হয় তিন বাংলাদেশি নাগরিকসহ ২০ জন। নিহত অন্যদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের এবং একজন ভারতীয়। এছাড়া জঙ্গিদের হামলার শুরুতেই দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছিলেন।

কমান্ডো অভিযানে উদ্ধার হওয়া নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন থাকেন হলি আর্টিজানের পাশের একটি ফ্ল্যাটে। হামলার সময় রেস্টুরেন্টে আটকেপড়া মেয়েটি এখন ভালো আছে, বলে জানান তার গাড়িচালক মোশাররফ হোসেন। বাড়ির গেটের ভেতর থেকে প্রতিবেদকের সঙ্গে কথা বলেন তিনি। তিনি জানান, হলি আর্টিজানে হামলার রাতে সাড়ে আটটায় গাড়ি জমা দিয়ে বেরিয়ে গেছিলেন নিজের বাসার দিকে। ফেরেন দু’দিন পর। এখন দিনকাল কেমন? প্রশ্নের উত্তরের মোশাররফ হোসেন বলেন, ‘হামলার পর পরিস্থিতি স্বাভাবিক। তবে ছাপটা আছে।’ মালিকের মেয়ের বিষয়ে তার ভাষ্য, ‘উনি ক্লাস করেন নিয়মিত। তার অবস্থা স্বাভাবিক, তবে হামলার পর দু’তিন মাস স্বাভাবিক ছিলেন না। এখন ঠিক আছেন।’

লেক ভিউ ক্লিনিক এখন নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে মোশাররফ বলেন, ‘রাস্তাঘাট তো বন্ধ। পার্কের রাস্তা, লেকপাড়ের যাওয়ার রাস্তাগুলো বন্ধ। মোড়ে মোড়ে পুলিশ বসে থাকে।’ গাড়িচালক মোশাররফের কথা মিল পাওয়া যায় সরেজমিনে গিয়েও। ৭৬, ৭৭, ৭৮ নম্বর রোডগুলো থেকে লেকপাড়ে যাওয়ার প্রত্যেকটা অংশেই উঁচু করে তারের বেড়া দেওয়া রয়েছে। প্রায় কিছুদূর পর-পর রয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর সার্বক্ষণিক প্রহরা।

ইউনাইটেড হাসপাতালের সামনে প্রহরায় থাকতে দেখা যায় দুই পুলিশ সদস্যকে। কথায়-কথায় জানালেন, তারা রিজার্ভ থেকে এসেছেন। সারাদিন হাসপাতালের সামনেই প্রহরায় থাকেন। তবে ৭৯ নম্বর রোডের কিনারেই ইরান দূতাবাস, ৮১ ও ৮২ নম্বর রোডের আশে-পাশে কয়েকটি দূতাবাসে পুলিশের উপস্থিতি না থাকলেও ৮৫ নম্বর রোডের মোড়ে র‌্যাব-পুলিশের যৌথ অবস্থান দেখা গেছে।

হলি আর্টিজানের আশপাশেও জোরালো হয়েছে নিরাপত্তা হলি আর্টিজানের হামলার রেশ বড় আকারে চোখে পড়েছে গুলশান-২ গোলচত্বরের আশে-পাশের দোকান, মার্কেটে। ডিসিসি মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, ক্রেতার সংখ্যা দ্বিগুণ কম। ডিসিসি মার্কেটের পাশেই আরেকটি মার্কেটে পার্লারের ব্যবসা করেন আবদুল কুদ্দুস। বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোক অনেক কম, গাড়ি নেই। সীমিত আকারের রিক্সা চলাচল করলেও গ্রাহকের সংখ্যা আগের চেয়ে অনেক কম।’

ডিসিসি মার্কেটের উত্তরদিকে খাদ্যপণ্যের ব্যবসা করেন ইমরান হোসেন। তার দাবি, কেনাবেচা অর্ধেকে নেমেছে। তবুও ব্যবসা ও জায়গার কারণে এখনও এখানে রয়েছেন। ভাত-তরকারি, ছোলা-পেয়াঁজো, সবই বিক্রি করেন ইমরান হোসেন। ইফতারের আগে-আগে নিজের পণ্যের দিকে ইঙ্গিত করে ইমরান বলেন, ‘ইফতারের আগেও এমন বেচা-কেনা, এবার বুঝেন।’

গুলশানের হলি আর্টিজান পরবর্তী জীবনযাত্রা ও মানুষের ভেতরের পরিবর্তন সম্পর্কে কথা হয় ওই এলাকার বাসিন্দা সৈয়দ তৈয়্যবুল বসর মাইজভান্ডারীর সঙ্গে। তিনি বলেন, ‘হলি আর্টিজান হামলার ব্যাপকতাই মানুষকে বেশি ভীত করেছে। এ কারণেই মানুষ ঘটনার আতঙ্ক কাটাতে পারলেও এর রেশ এখনও রয়ে গেছে। তবে জঙ্গিবাদ মোকাবিলায় সরকার যেভাবে কাজ করেছে, নিঃসন্দেহে তা প্রশংসনীয়।’

আরও পড়ুন-

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী