X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৬আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১২:০১

দলীয় সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রথম দফার রাজাকার তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের সর্বশেষ যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজাকারের প্রকাশিত তালিকায় কিছু ভুল-ত্রুটি রয়ে গেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রধানমন্ত্রী সেগুলো সংশোধনের নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরইমধ্যে দুঃখ প্রকাশ করেছে এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছে বলে উল্লেখ করেন কাদের।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘দলের আসন্ন সম্মেলন ঘিরে কোনও অনিয়ম সহ্য করা হবে না। এ সম্মেলন হবে স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন। এটা রাষ্ট্রের শেকড়ের সঙ্গে সম্পৃক্ত। সেজন্য এই সম্মেলনে সামান্যতম অনিয়ম সহ্য করা হবে না।’

যে কেউ যেকোনও পদে প্রার্থী হওয়াটা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের অংশ বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে এ প্রতিযোগিতায় অপপ্রচার এবং নেতিবাচক প্রচারণা নিরুৎসাহিত করেন তিনি। কাদের বলেন, ‘পদ পদবীর ইচ্ছা সবার থাকতে পারে, তবে সেটি যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হনন না হয়। সাধারণ সম্পাদকসহ যেকোনও পদে যাবার ইচ্ছা সবারই থাকতে পারে। তবে নেত্রীর (শেখ হাসিনা) সিদ্ধান্তই শেষ কথা।’ 

এবারের কাউন্সিলে ৭ হাজার ৩৩৭ জন কাউন্সিলর, তারা সবাই উপস্থিত থাকবে বলে জানান তিনি। এসময় কাউন্সিলের সব প্রস্তুতি সমাপ্তের ঘোষণা দেন কাদের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
ট্রাম্পের ব্যয়ের বিলকে সমর্থন করা আইনপ্রণেতাদের শাস্তির হুমকি ইলন মাস্কের
ট্রাম্পের ব্যয়ের বিলকে সমর্থন করা আইনপ্রণেতাদের শাস্তির হুমকি ইলন মাস্কের
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক