X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর ও খুলনায় ভোটের ৭ দিন আগে সেনাবাহিনী চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ১৩:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৪:১৬

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খন্দকার মোশাররফ

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ৭ দিন আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে গাজীপুর জেলার পুলিশ সুপার হারুন উর রশিদকে প্রত্যাহারের দাবি এবং দুই সিটিতে কর্মরত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর (চিহ্নিত দলীয় আনুগত্যশীল ও বিতর্কিত) কর্মকর্তাদের বদলি করে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন (ইসি) ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে ইসির জন্য অগ্নিপরীক্ষা বলে আখ্যায়িত করে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা কমিশনের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছি। জাতীয় নির্বাচনের আগে এটি খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কিনা তার ইঙ্গিত বহন করে।’

এই দুই সিটির নির্বাচন কমিশনের জন্য জনগণের আস্থা অর্জনেরও বিষয় বলে তিনি মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন নিয়ে সবাই উদ্বেগ ও উৎকণ্ঠায় আছে। সবাই সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চায়।’

এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চাই। এজন্য আমরা কমিশনকে অনেক প্রস্তাব দিয়েছি। নির্বাচন কমিশন এই দুটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে পারলে তাদের প্রতি আস্থা সুদৃঢ় হবে। এতে জাতীয় নির্বাচনের একটি বাধা দূর হবে।’

সেনা মোতায়েনের দাবি করে খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ‘অতীতে আমরা দেখেছি, শঙ্কা ও ভয়ভীতির কারণে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের অনীহা থাকে। নির্বাচনে সেনাবাহিনী থাকলে তাদের সাহস বাড়বে এবং ভোট দিতে আসবেন।’

তিনি বলেন, ‘কমিশন তাদের কাছে সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ও ডিভিএম পরীক্ষামূলক ব্যবহারের কথা আমাদের জানিয়েছিল। তবে আমরা এর বিরোধিতা করেছি। বলেছি, ইভিএম ও ডিভিএম নিয়ে দেশে-বিদেশে অনেক প্রশ্ন রয়েছে। এজন্য আমরা পরীক্ষামূলকভাবেও এটি ব্যবহারে একমত নই।’

বিএনপি প্রতিনিধি দল গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত সমন্বয় কমিটি গঠনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এবং এটি বাতিলের দাবি তোলেন।

এছাড়া বিএনপির প্রতিনিধি দল তাদের দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে জাতীয় নির্বাচনের অংশগ্রহণের কথা বলেন।

এ বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মুক্ত খালেদা জিয়াকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। আমরা কমিশনকে এ বিষয়টি জানিয়ে দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন এখন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়। ফলে নির্বাচনি এলাকার বাইরেও প্রধানমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি নৌকা প্রতীকের পক্ষে ভোট চায় তা এই নির্বাচনের ওপরই প্রভাব পড়বে। এবং এটি নির্বাচন আচরণবিধিও লঙ্ঘন। তাই আমরা ইসিকে বলেছি, এই নির্বাচন চলাকালে দেশের কোথাও যেন এভাবে দলের পক্ষে ভোট চাওয়া না হয়।

বিএনপির প্রতিনিধি দল কমিশনে ২২ দফা লিখিত প্রস্তাব তুলে ধরেন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও বিএনপি প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ও এবিএম আব্দুস সাত্তার। এছাড়া বৈঠকে সিইসি ছাড়াও অন্যান্য কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব সিরাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ