X
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০

জেলা ও বিভাগীয় শহরে শোক র‌্যালি ও গণসমাবেশ ডেকেছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৮

ঢাকাসহ দেশের বিভাগীয় শহরে গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেওয়া সব সিদ্ধান্ত জানাতে আজকের এই সংবাদ সম্মেলন করেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও যশোরে নেতা-কর্মী হত্যার প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এসব সমাবেশ ডেকেছে বিএনপি। পাশাপাশি আগামী ৬ অক্টোবর দেশের সব মহানগর ও ১০ অক্টোবর সব জেলা পর্যায়ে শোক র‌্যালি করবে দলটি।

মির্জা ফখরুল জানান, ভোলায় আব্দুর রহিম ও নূরে আলম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আগামী ৬ অক্টোবর দেশের সব মহানগর পর্যায়ে এবং ১০ অক্টোবর সব জেলা পর্যায়ে শোক র‌্যালি অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।

তিনি উল্লেখ করেন, বৈঠকে পাঁচ জন হত্যার প্রতিবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকা।

স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশের ফুটবলারদের সাফ নারী চ্যম্পিয়নশিপ অর্জন করায় ভূয়সী প্রশংসা করা হয় এবং নারী ফুটবলারদের অভিনন্দর জানানো হয় বলে জানান তিনি।

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির বিষয়ে মির্জা ফখরুল বলেন, এ পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এ পর্যন্ত ৬৫টি লাশ উদ্ধার হয়েছে, আশঙ্কা রয়েছে আরও ২৫ থেকে ৩০ জন নিখোঁজ রয়েছে। এতে শোক প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। এই ভয়াবহ দুর্ঘটনায় সরকারের সক্রিয় উদ্ধার তৎপরতা না থাকায় সভায় নিন্দা জানানো হয়। অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়।

তিনি উল্লেখ করেন, ‘সভা মনে করে, পরিকল্পিতভাবে শেখ হাসিনার সরকার নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। ২০১৪ ও ২০১৮-এর জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলোই তার প্রমাণ। এই নির্বাচনগুলোয় ভোটাররা ভোট দিতে পারেননি। সভা মনে করে, দেশে এসে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা উচিত।’

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
দেশ কেমন হবে, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের ওপর: মির্জা ফখরুল
খালেদা জিয়াকে নিয়ে সরকারের কাছে শেষ আহ্বান বিএনপিরআল্টিমেটামের কারণ জানালেন মির্জা ফখরুল
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
অতিরিক্ত লবণ ডেকে আনে হার্টের বিপদ
বিশ্ব হার্ট দিবস আজঅতিরিক্ত লবণ ডেকে আনে হার্টের বিপদ
চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক
চেচেন নেতা কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক
যাত্রীদের ওপর বমি করে জটলা বাধিয়ে ছিনতাই করতো তারা
যাত্রীদের ওপর বমি করে জটলা বাধিয়ে ছিনতাই করতো তারা
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপিখালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা
বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা