X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

একতরফা তফসিল দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাতের দিকে নিয়ে যাবে: গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৬:৫১আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৬:৫৭

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছেন, গত দুটি নির্বাচনের পরে দেশের মানুষ আরেকটা একতরফা, পাতানো, নির্বাচন দেখতে চায় না। সেই জায়গা থেকে যদি কোনও তফসিল ঘোষণা করেন, তাহলে মানুষ ধরে নেবে, আপনারা এই পাতানো নির্বাচনের সহযোগী। দেশকে অনাকাঙ্ক্ষিত সংঘাত-সংঘর্ষের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনারাও একটা ভূমিকা পালন করছেন।’

বুধবার (১৫ নভেম্বর) সরকারের পতনের দাবিতে পঞ্চম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভ মিছিল আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। এ সময় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন,  ‘আমরা নির্বাচন কমিশনের উদ্দেশে বলতে চাই, আপনারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আপনাদের দায়বদ্ধতা দেশের জনগণের কাছে, দেশের ভোটারদের কাছে, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে। আপনারা আওয়ামী লীগের বা সরকারের কোনও অঙ্গসংগঠন বা গণ-সংগঠন নন। সুতরাং ভোটাররা যে দাবি করছে– একটা বিশ্বাসযোগ্য নির্বাচন। এর জন্য দরকার একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু দেশব্যাপী যখন হরতাল-অবরোধ চলছে, তখন যদি আপনারা একতরফা তফসিল ঘোষণা করেন এটা বাস্তবে দেশের মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার সামিল। তাই নির্বাচন কমিশনকে বলবো এই খেলা বন্ধ করেন।’

তফসিল ঘোষণা বন্ধ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই নির্বাচনের তফসিলের মাধ্যমে দেশকে একটা অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক দুর্ঘটনার দিকে নিয়ে যেতে আপনারা সহায়তা করবেন না। তফসিল ঘোষণা বন্ধ করুন। বিবেকের দায়-নৈতিক দায়ের দিকে অবস্থান নিন। ভোটারদের প্রতি, জনগণের প্রতি, বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আপনাদের যে দায়িত্ব তা থেকে আপনারা তফসিল ঘোষণা বন্ধ রাখুন। সরকার যদি জবরদস্তি করে চাপাচাপি করে তাহলে হাবিবুল আওয়াল সাহেব এবং তার সহকর্মীদের বলতে চাই, আপনারা নির্বাচন কমিশন থেকে মান-সম্মান রেখে অনতিবিলম্বে পদত্যাগ করুন। আর যদি তা না করেন, তাহলে ভোট ডাকাত সরকারের সহযোগী হিসেবে মানুষ আপনাদের গণদুশমনের তালিকায় চিহ্নিত করবে।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘আমরা এই নির্বাচন কমিশন নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলাম। এই নির্বাচন কমিশনের প্রধান এবং তার সহকর্মীরা চৌকস ভাষায় কথা বলে জনগণকে প্রতারিত করতে এক ধরনের একটি আবহাওয়া তৈরির চেষ্টা করেছে। তারা সৎ, নিষ্ঠাবান, নিরপেক্ষ থাকবে বলে জানিয়েছিল। তারা বলেছিল, জনগণের জন্য নির্বাচনের পরিবেশ তৈরি করে আমরা নির্বাচন করবো।’

তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, শেষ বিকালে তাদের চরিত্র দেখা যাবে। ঠিক আজ তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণার যে উদ্যোগ তারা নিয়েছে, এর মধ্যে দিয়ে প্রমাণ করেছে, তারা পার্লারে গিয়ে সেজেগুজে নিজের চেহারা লুকিয়ে রেখে আমাদের সামনে কথা বলার চেষ্টা করেছে। এই পার্লারের প্রলেপের নিচে যে কুৎসিত চেহারা, তারা যে সরকারের এজেন্ডা বাস্তবায়নের সংস্থা, সেটি আজ প্রমাণ করতে যাচ্ছে।’

ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘গত ২৮ অক্টোবর থেকে বিএনপি নেতাকর্মীসহ যেসব গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন তাদের জন্য আমরা শোকাহত। এই অবৈধ সরকার এবং পুলিশ বাহিনীকে অনুরোধ করবো, যারা নিহত হয়েছেন, তাদের হত্যাকারীদের বিচার করতে হবে।’

বিজিবিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সীমান্তে এত চোরাচালানি হচ্ছে। গুলি করে মানুষ মারা হচ্ছে। সেখানে আপনারা কিছু বলেন না। আপনারা পারেন শুধু জনতার আন্দোলনকে নস্যাৎ করতে।’

নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সারের সভাপতিত্বে এ সময় আরও ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনসহ মঞ্চের অন্যান্য নেতারা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
‘জীবন দিলেও গণঅভ্যুত্থান শ্রমিকের জীবনে কোনও পরিবর্তন আনেনি’
আরাকানে করিডোর বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়াবে: সাইফুল হক
চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সাইফুল হকের বৈঠক
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
তারকাদের মা দিবস…
তারকাদের মা দিবস…
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
জয়পুরহাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
জয়পুরহাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ