X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

অনুশীলন পরীক্ষা ভালো করেই উতরে গেলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ২১:১২আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২১:১২

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ)মাঠে ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে পুরো দলেই অস্বস্তি বিরাজ করছে। টিম ম্যানেজমেন্ট থেকে আগেই জানানো হয়েছিল, আজকের (মঙ্গলবার) অনুশীলনের ওপর সাকিবের খেলা কিংবা না খেলা নির্ভর করবে। তবে মঙ্গলবার পুনের অনুশীলনে কোনও অস্বস্তিতে পড়তে দেখা যায়নি তাকে।

পুনেতে সাকিব কঠোর অনুশীলন করেছেন। সাধারণত এতক্ষণ নেটে ব্যাটিংয়ে কখনও দেখা যায় না বাঁহাতি এই অলরাউন্ডারকে। প্রথম দশ মিনিট হালকা নক করেছেন। পরে নেটে গিয়ে খেলেছেন স্পিনারদের। সেখানে কিছুক্ষণ ব্যাটিং করে পেসারদের বিপক্ষেও ব্যাটিং করেছেন। প্রায় আধাঘণ্টার এই নেট সেশন শেষ করে বিশ্রাম নিয়েছেন কিছুক্ষণ। এরপর থ্রোয়ারের বিপক্ষে ব্যাটিং করেন আরও ১৫ মিনিট। থ্রোয়ারের বিপক্ষে লম্বা শটে ব্যাটিং করতে দেখা গেছে সাকিবকে। সবমিলিয়ে পাক্কা ৪৫ মিনিট ব্যাটিং করেছেন তিনি। লম্বা সময় ব্যাটিং করে মূলত নিজের অবস্থা বোঝার চেষ্টা করেছেন।

চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় সাকিব চোট পান ঊরুতে। তার পর ভারতের বিপক্ষে অধিনায়কের খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। মঙ্গলবারের অনুশীলনে সেই অনিশ্চয়তার মেঘ অনেকটাই কেটে যাচ্ছে। এদিন ব্যাটিং পরীক্ষায় খুব ভালো করেই পাশ করে গেছেন তিনি। যদিও ভারতের বিপক্ষে তার মাঠে নামা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। আজ রাতে করা হবে এমআরআই। এই রিপোর্টে ইতিবাচক ফল এলেই কেবল সাকিবের মাঠে নামা হবে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসেএ) মাঠে প্রথমবারের মতো হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। এখানে প্রথম ম্যাচ বাংলাদেশেরও। শুধু সাকিবেরই আইপিএলের সৌজন্যে পুনেতে খেলার অভিজ্ঞতা আছে। ওই ভেন্যুতে হতে যাওয়া ভারত ম্যাচের মতো বড় ম্যাচ কিছুতেই হাতছাড়া করতে চান না বাংলাদেশ অধিনায়ক।

একদিন আগে খালেদ মাহমুদ সুজনও তেমনটাই জানিয়েছিলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে যেহেতু চোট পাওয়ার পরেও সাকিব ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিং করেছে। এখন বিষয়টা নির্ভর করবে ওর শতভাগ ফিটনেসের ওপর।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
অর্থনীতিতে ফিরছে আস্থা, মূল্যস্ফীতি-রিজার্ভ-রেমিট্যান্স ও রফতানিতে অগ্রগতি
জুলাই আন্দোলনঅর্থনীতিতে ফিরছে আস্থা, মূল্যস্ফীতি-রিজার্ভ-রেমিট্যান্স ও রফতানিতে অগ্রগতি
দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি
দেশে ফিরেছেন ৭৬ হাজার ৭৬৮ হাজি
টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ
টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১১
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১১
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স