পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ)মাঠে ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে পুরো দলেই অস্বস্তি বিরাজ করছে। টিম ম্যানেজমেন্ট থেকে আগেই জানানো হয়েছিল, আজকের (মঙ্গলবার) অনুশীলনের ওপর সাকিবের খেলা কিংবা না খেলা নির্ভর করবে। তবে মঙ্গলবার পুনের অনুশীলনে কোনও অস্বস্তিতে পড়তে দেখা যায়নি তাকে।
পুনেতে সাকিব কঠোর অনুশীলন করেছেন। সাধারণত এতক্ষণ নেটে ব্যাটিংয়ে কখনও দেখা যায় না বাঁহাতি এই অলরাউন্ডারকে। প্রথম দশ মিনিট হালকা নক করেছেন। পরে নেটে গিয়ে খেলেছেন স্পিনারদের। সেখানে কিছুক্ষণ ব্যাটিং করে পেসারদের বিপক্ষেও ব্যাটিং করেছেন। প্রায় আধাঘণ্টার এই নেট সেশন শেষ করে বিশ্রাম নিয়েছেন কিছুক্ষণ। এরপর থ্রোয়ারের বিপক্ষে ব্যাটিং করেন আরও ১৫ মিনিট। থ্রোয়ারের বিপক্ষে লম্বা শটে ব্যাটিং করতে দেখা গেছে সাকিবকে। সবমিলিয়ে পাক্কা ৪৫ মিনিট ব্যাটিং করেছেন তিনি। লম্বা সময় ব্যাটিং করে মূলত নিজের অবস্থা বোঝার চেষ্টা করেছেন।
চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় সাকিব চোট পান ঊরুতে। তার পর ভারতের বিপক্ষে অধিনায়কের খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। মঙ্গলবারের অনুশীলনে সেই অনিশ্চয়তার মেঘ অনেকটাই কেটে যাচ্ছে। এদিন ব্যাটিং পরীক্ষায় খুব ভালো করেই পাশ করে গেছেন তিনি। যদিও ভারতের বিপক্ষে তার মাঠে নামা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। আজ রাতে করা হবে এমআরআই। এই রিপোর্টে ইতিবাচক ফল এলেই কেবল সাকিবের মাঠে নামা হবে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসেএ) মাঠে প্রথমবারের মতো হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। এখানে প্রথম ম্যাচ বাংলাদেশেরও। শুধু সাকিবেরই আইপিএলের সৌজন্যে পুনেতে খেলার অভিজ্ঞতা আছে। ওই ভেন্যুতে হতে যাওয়া ভারত ম্যাচের মতো বড় ম্যাচ কিছুতেই হাতছাড়া করতে চান না বাংলাদেশ অধিনায়ক।
একদিন আগে খালেদ মাহমুদ সুজনও তেমনটাই জানিয়েছিলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে যেহেতু চোট পাওয়ার পরেও সাকিব ব্যাটিং করেছে, ১০ ওভারের কোটার বোলিং করেছে। এখন বিষয়টা নির্ভর করবে ওর শতভাগ ফিটনেসের ওপর।’