X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

আফগানদের ৫ ক্যাচ মিসের পর নিউজিল্যান্ডের ২৮৮

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩, ১৮:৫১আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৮:৫৩

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রথম পর্ব জমিয়ে দিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের প্রথম অঘটনের পর আজ নিউজিল্যান্ডকেও একইভাবে চেপে ধরার লক্ষ্য ছিল তাদের। টস জিতে তাই শুরুতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল হাশমতউল্লাহ শহীদীরা। কিন্তু যেভাবে ক্যাচ মিস আর বাজে ফিল্ডিং করেছে তাতে নিউজিল্যান্ডকে কম পুঁজিতে আটকে রাখার পরিকল্পনা ভেস্তে গেছে। ফলে আফগানদের সামনে ২৮৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে টম ল্যাথামরা।   

পুরো ম্যাচে ৬টি জীবন দিয়েছে আফগানিস্তান। ক্যাচ মিস হয়েছে ৫টি। তার মধ্যে একটি স্টাম্পিংও মিস হয়েছে। শেষ দিকে যখন ল্যাথাম, ফিলিপস রানের গতি বাড়াচ্ছেন তখন ল্যাথাম জীবন পেয়েছেন দু’বার! ফিলিপসও একবার জীবন পেয়েছেন।

শুরুটা একেবারে খারাপ ছিল না নিউজিল্যান্ডের। প্রথম দিকের ম্যাচগুলোতে যেমন ব্যাটিং প্রদর্শনী দেখা গেছে সেই ঝলকটা অবশ্য এদিন দেখা যায়নি। ওপেনার ডেভন কনওয়ে দলের ৩০ রানে মুজিবের বলে ফিরেছেন। তার পর ৭৯ রানের জুটিতে দলকে এগিয়ে নিয়েছেন রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং। রাচিন রবীন্দ্র ৩২ রানে আউট হলে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি।

দলের ১০৯ রানে ওমরজাইয়ের বলে রবীন্দ্র আউট হওয়ার পর দ্রুত সময়ে আরও দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কিউই দল। উইল ইয়াংকে ওমরজাই ও ড্যারিল মিচেলকে (১) রশিদ খান আ্উট করে মুহূর্তেই কিউইদের বিপদে ফেলে দিয়েছিলেন। টপ অর্ডারে ফিফটির দেখা পেয়েছেন শুধু উইল ইয়াং। ৬৪ বলে ফেরার আগে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি।

চাপের মুহূর্তে তার পর ইনিংসটা দিশা পেয়েছে মূলত ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসের দায়িত্বশীল ব্যাটিংয়ে। ১৪৪ রানের জুটি গড়ে দলটাকে তিনশ ছুঁই ছুঁই স্কোরবোর্ড পেতে অবদান রেখেছেন তারা। ৪০ ওভারের পর রানের গতি বাড়ে এই দুই ব্যাটারের কারণেই। ৪৮তম ওভারে নাভিন তাদের দুজনকে আউট করে কিউইদের আরও চেপে ধরার সুযোগটা এনে দিয়েছিলেন। তখন স্কোর ছিল ৬ উইকেটে ২৫৫। কিন্তু কার্যকরী সেরকম কিছু করতে পারেনি আফগানরা। শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস উপহার দিলে ৬ উইকেটে ২৮৮ রান পর্যন্ত গেছে নিউজিল্যান্ডের ইনিংস।

৭৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৮ রান করেছেন ল্যাথাম। ফিলিপস অবশ্য একটি বেশি আগ্রাসী ছিলেন। ৮০ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৭১ রানে আউট হয়েছেন তিনি।     

আফগান বোলারদের মধ্যে ৪৮ রানে দুটি উইকেট নিয়েছেন নাভিন উল হক। ৫৬ রানে দুটি নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাইও। একটি করে নিয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপের বদৌলতে ভারতের আয় ১.৩৯ বিলিয়ন ডলার!
পায়ের নিচে ট্রফি রাখা নিয়ে মুখ খুললেন মার্শ
পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রাখায় মার্শের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বশেষ খবর
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
গাজা ‘দখলের’ পরিকল্পনা ইসরায়েলের
নারী সংস্কার কমিশনের মতবিরোধপূর্ণ বিষয়গুলোর গঠনমূলক আলোচনা চায় এনসিপি
নারী সংস্কার কমিশনের মতবিরোধপূর্ণ বিষয়গুলোর গঠনমূলক আলোচনা চায় এনসিপি
সিগারেটে করারোপের ধারা বাজেটে অব্যাহত রাখার আহ্বান
সিগারেটে করারোপের ধারা বাজেটে অব্যাহত রাখার আহ্বান
খালেদা জিয়ার দেশে ফেরা: শাহজালালে তিন স্তরের নিরাপত্তা
খালেদা জিয়ার দেশে ফেরা: শাহজালালে তিন স্তরের নিরাপত্তা
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ