দুটি চারদিনের ম্যাচ শেষে সোমবার শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার শুরুটা হলো হতাশায়। সোমবার প্রথম ম্যাচে পাকিস্তান শাহীনসের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাটিং করে তাওহীদ হৃদয়ের দল ১৮৩ রান সংগ্রহ করে। জবাবে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে শাহীনস। আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে।
ইসলামাবাদ ক্লাব ক্রিকেট মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠিয়েছিল পাকিস্তানের ‘এ’ দল। শুরুতেই দুই ওপেনার নাঈম শেখ (৬) ও সৌম্য সরকার (৯) অল্পতে বিদায় নেন। অধিনায়ক তাওহীদ ও সাইফ হাসান মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তার পর। ৫৪ রানের জুটির পর আউট হন তাওহীদ (১৩)।
তাওহীদের আউটের পর জাকের আলী (৫), মোসাদ্দেক হোসেন (১) ও শেখ মেহেদী হাসান (১৩) দ্রুত বিদায় নিলে একটা সময় দেড়শ’র নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখানে নয় নম্বরে খেলা রিশাদের ৪০ রানের ইনিংস মান রক্ষা করেছে। ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান রিশাদ। এর আগে দলের সর্বোচ্চ ৫৮ রান করে আউট হন সাইফ। এই দুই ব্যাটারের ওপর ভর করে বাংলাদেশ ‘এ’ দল কোন রকমে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করায়।
পাকিস্তান শাহীনসের বোলারদের মধ্যে মোহাম্মদ আব্বাস আফ্রিদি একাই নেন পাঁচটি উইকেট। এছাড়া জাহানদাদ খান ও মেহরান মমতাজ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে ওপেনার আব্দুল ফাসিহকে (১) হারায় পাকিস্তান। তবে দ্বিতীয় উইকেট জুটিতেই জয়ের পথে চলে যায় তারা। গড়ে ১২৯ রানের জুটি। ৬০ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৮৭ রান করে মোসাদ্দেকের শিকার হন উসমান খান। বাকি পথটা অনায়সেই পাড়ি দেন উমর বিন ইউসুফ ও হাসেবউল্লাহ। ২৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় শাহীনস। উমর ১৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, হাসেবউল্লাহ ৮১ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। সাতটি চার ছাড়াও মেরেছেন দুটি ছয়।
বাংলাদেশের বোলারদের মধ্যে শেখ মেহেদী ও মোসাদ্দেক একটি করে উইকেট নিয়েছেন।