X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর পরিকল্পনা ছিল হেফাজতের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৫:৪৪আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৭:৩৫

হেফাজতে ইসলামকে কাজে লাগিয়ে সরকার পতনের ষড়যন্ত্র হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, ‘২০১৩ সালে সরকার পতনের লক্ষ্যে চক্রান্ত হয়েছিল। হেফাজতকে কাজে লাগিয়ে সরকার পতনের চেষ্টা করা হয়েছিল। এ বছরও আবার ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে একই ধরনের চক্রান্ত হয়েছে। এটা তদন্তে অকেটাই পরিষ্কার। হেফাজত সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান মডেলে বানানোর পরিকল্পনা করেছিল।

শনিবার (২৪ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে অনির্ধারিত এক ব্রিফিংয়ে, হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বিষয়ে জানান যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, আমাদের হাতে সম্প্রতি দায়ের হওয়া ১২টি এবং পুরোনো ৫৩টি মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে আমরা হেফাজতের ১৪ জনকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য কোরআন-হাদিস জানেন এমন পুলিশ কর্মকর্তাদের দিয়ে তিনটি দল গঠন করা হয়েছে। তদন্তে হেফাজতের নাশকতার মূল উদ্দেশ্য, কারা করছে, কেন করছে তা জানার চেষ্টা চলছে।

হেফাজতের তাণ্ডবের পর সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে যুগ্ম কমিশনার মাহবুব আলম আরও বলেন, হেফাজত নিজেদের অরাজনৈতিক দল বলে দাবি করে। কিন্তু তাদের শীর্ষ নেতাদের অনেকেই কোনও না কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা এজেন্ডা আছে। হেফাজতের মাধ্যমে তারা এসব এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। হেফাজত এমন একটি সংগঠন, যার ডাকে সাধারণ মাদ্রাসা শিক্ষার্থীদের ডেকে আনা সম্ভব।

হেফাজত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। ২০১৩ সালেও বাবুনগরী ১৬৪ ধরায় জবানবন্দি দিয়েছিলেন। কিছুদিন আগে মুফতি ফখরুল ইসলাম নামে একজন হেফাজত নেতা আদালতে জবানবন্দি দিয়েছেন, সেখানে তারা এসব ষড়যন্ত্রের বিষয়ে বলেছেন।

হেফাজত নেতাদের আটকে কৌশলী আইনশৃঙ্খলা বাহিনী

পুলিশের এ কর্মকর্তা বলেন, অধিকাংশ হেফাজত নেতা মনে করেন, হেফাজত একমাত্র প্লাটফর্ম, যেটা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজে লাগতে পারে। এ জন্য তারা মাদ্রাসা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে, কার্যক্রম চালাতো।

হেফাজতের বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান বানানোর পরিকল্পনা ছিল জানিয়ে যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তান মডেলে বানানোর পরিকল্পনা করেছিল হেফাজত। হেফাজতের মধ্যে বেশ কয়েকটি ভাগ আছে। একটি উগ্রবাদের পক্ষে। তদন্তে উগ্রবাদের পক্ষে যারা, তাদের নাম জানার চেষ্টা চলছে। উগ্রবাদের সঙ্গে জড়িতরা সম্প্রতি যে নাশকতা চালিয়েছে সেগুলোর অডিও-ভিডিও সংগ্রহ করে ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এলোমেলো হেফাজত, এখনই ‘কর্মসূচি নয়’

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, হেফাজতের অর্থের উৎস বিষয়ে জানতে চাইলে বাইরে থেকে অর্থ আসার তথ্য পাওয়া যাচ্ছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। মাদ্রাসার গরিব ছাত্রদের ব্যবহার করে হেফাজত নেতারা বিপুল পরিমাণ বিত্ত-বৈভব ও গাড়ি-বাড়ি করেছে। তদন্তে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিকদের ব্রিফ করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম
হেফাজতের সঙ্গে ইসলামপন্থী ছাড়াও মূল ধারার রাজনৈতিক দল জড়িত জানিয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, হেফাজতের সঙ্গে বিএনপি ও জামায়াতের যোগসাজস রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, লন্ডন থেকে ওলামা দলের এক নেতা হেফাজত নেতাদের পক্ষে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। হেফাজত নেতাদের নাকি হিন্দু পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন, কোরআন শরিফ টয়লেটে ফেলা হয়েছে, মামুনুল হককে মারধর করা হচ্ছে, এরকম অনেক প্রোপাগান্ডা ছাড়ানো হচ্ছে। এসবের অভিযোগে বিএনপি-জামায়াতের একাধিক নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে বলে জানান তিনি।


আরও পড়ুন:

যেভাবে গ্রেফতার হলেন মামুনুল হক

মামুনুল হক গ্রেফতার

স্ত্রীকে খুশি করতে সত্য গোপনের সুযোগ আছে: মামুনুল হক

লাইভে এসে ক্ষমা চাইলেন মামুনুল

আগুন নিয়ে খেলা করবেন না: লাইভে মামুনুল হক

আমার ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা হয়েছে: মামুনুল

মামুনুল হকের রিসোর্টকাণ্ড নিয়ে যা বললেন তার নারীসঙ্গী (অডিও)

মামুনুলের রিসোর্টকাণ্ড: নীরব থাকার সিদ্ধান্ত হেফাজত-খেলাফতের

আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: মামুনুল হক

মামুনুল হকের কথিত স্ত্রীর দ্বিতীয় বিয়ের কথা জানেন না এলাকাবাসী

মামুনুল হককে ছিনিয়ে নিলো হেফাজত (ভিডিও)

বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করেছি, লাইভে মামুনুলের দাবি

নারীসহ রিসোর্টে গিয়ে জনগণের তোপের মুখে হেফাজত নেতা মামুনুল

কাকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন মামুনুল হক?

যা বললেন মামুনুল হক

তুমি বইলো আমি সব জানি: ফোনালাপে স্ত্রীকে মামুনুল

মামুনুল ইস্যুতে জুনায়েদ বাবুনগরীর নিন্দা

হেফাজত সামলাতে এবার কৌশলী সরকার

/এনএল/টিটি/
সম্পর্কিত
২৯ ডিসেম্বরে ঢাকায় মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজত
হামিমের স্বজনদের খুঁজছে পুলিশ
মাদ্রাসাছাত্র রেজাউল হত্যার বিচারের দাবি হেফাজেতের
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া