X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গৃহবধূকে নির্যাতনের মামলার তদন্ত শুরু করেছে পিবিআই

নোয়াখালী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ২০:৩৯আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২১:০৮

গৃহবধূকে নির্যাতনের মামলার তদন্ত শুরু করেছে পিবিআই নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে যৌন নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলা দুটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আগে থেকেই পিবিআই কাজ শুরু করে দিয়েছে এবং একটি দল শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পিবিআইয়ের প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ইতোমধ্যে মামলার সব নথি ও আসামি থানা পুলিশের থেকে বুঝে পেয়েছি। আমাদের সদস্যরা তদন্ত শুরু করেছে।’

নির্যাতনের শিকার নারী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দুটি দায়ের করেন। দুই মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়। দুই মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ছয় জন এবং তদন্তে যুক্ত করা হয়েছে পাঁচ জনকে।

 

গৃহবধূকে নির্যাতন মামলার আসামিরা এদিকে ঘটনার মূলহোতা দেলোয়ারের সহযোগী সোহাগ ও নূর হোসেন রাসেল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জেলা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জুয়েল জানান, ছয় দিনের রিমান্ড শেষে সন্ধ্যায় সোহাগ ও নূর হোসেন রাসেলকে জেলার ২ নম্বর আমলি আদালতে তোলা হয়। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই দুই আসামির নাম উঠে আসায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার আবদুর রহিম এবং স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


আরও পড়ুন:
বেগমগঞ্জের নির্যাতিতা নারী হাত কামড়ে নিজেকে রক্ষার চেষ্টা করেছিলেন

নোয়াখালীতে নারী নির্যাতন: ভিডিও সরানোসহ যেসব নির্দেশনা দিলেন হাইকোর্ট

‘নোয়াখালীর সেই নারীকে আগেও দুইবার ধর্ষণ করেছে দেলোয়ার’ 

সরকার দায় এড়াতে পারে না: ওবায়দুল কাদের

বাদল ৭ দিন ও ইউপি সদস্য সোহাগ ২ দিনের রিমান্ডে

দেলোয়ারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

দেলোয়ারের মাছের খামার থেকে ককটেল ও কার্তুজ উদ্ধার

যেভাবে দেলোয়ার-বাদলকে গ্রেফতার করে র‌্যাব

গৃহবধূ নির্যাতন: দুই আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার গ্রেফতার

অস্ত্র মামলায় দেলোয়ার দুই দিনের রিমান্ডে

‘দেলোয়ার বাহিনীর মতো সব বাহিনীকে আইনের আওতায় আনা হবে’

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: জেলায় জেলায় প্রতিবাদ, মানববন্ধন

গৃহবধূ নির্যাতন: দুই আসামি রিমান্ডে

গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রতীকী চক্ষুলজ্জা মিছিল ও বিক্ষোভ

কোনও আইনজীবী আসামিদের পক্ষ নেননি

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা, নেই দেলোয়ারের নাম

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধ নির্যাতন: বাদল, কালামদের খুঁজছে পুলিশ

গৃহবধূকে বিবস্ত্র করে সংঘবদ্ধভাবে নির্যাতন, গ্রেফতার ১

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ