X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বৃষ্টিতে বিপাকে নীলফামারীর নিম্ন আয়ের মানুষ, অগ্রিম শীতের আমেজ

নীলফামারী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৬

দেশের উত্তরের জেলা নীলফামারীতে প্রচণ্ড তাপপ্রবাহের পর গত চার দিনের টানা বৃষ্টিতে তাপমাত্রা কমেছে অনেকটাই। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে গত ২৪ ঘণ্টায় ১৩৯ দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলার ডিমলা ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আবহাওয়া অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেন পাউবোর পানি পরিমাপক মো. নুরুল ইসলাম। 

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকেই কখনও ভারী, কখনও মাঝারি, এ ছাড়াও ঝিরঝির বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

শুক্রবার পর্যন্ত চার দিন ধরে আশ্বিনের বৃষ্টিতে আয় রোজগার নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এতে দিনমজুর, জুতার কারিগর, ভ্যানচালক, রিকশাচালকসহ এ শ্রেণির খেটে খাওয়া মানুষজন টানা বৃষ্টির কারণে কাজে যেতে পারছেন না। অনেকেই বাধ্য হয়ে জীবিকার তাগিদে ছুটছেন শহরের দিকে।

নীলফামারী সদরের খোকশাবাড়ী ইউনিয়নের হালির বাজার গ্রামের রিকশাচালক মহব্বত আলী (৪৮) জানান, সাত সদস্যের পরিবারে ভ্যানখানা একমাত্র রোজগারের পথ। ছেলেমেয়েদের খাবারের জোগান দিতে প্রতিদিন শহরে যেতে হয়। কিন্তু গত চার দিনে বৃষ্টির কারণে হাত গুটিয়ে বসে আছেন তিনি। আয় রোজগার না থাকায় অভাবে আছেন সেটাও জানালেন অকপটে। তিনি বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত ৫০ টাকার ভাড়া পেয়েছি। তা দিয়ে সংসারের কিছুই হবে না। বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।’ একই কথা বলেন টুপামারী ইউনিয়নের পুলিশ লাইন এলাকার রিকশাচালক রফিকুল ইসলাম।

সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের নৃসিংহ ব্রাহ্মণপাড়ার বিকাশ চ্যাটার্জি বলেন, ‘এই আবহাওয়া দীর্ঘমেয়াদি হলে শাকসবজির (লাল শাক, ধনেপাতা, মুলা শাক, লাউ শাক) ব্যাপক ক্ষতি হবে। বাজারমূল্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়াও ড্যাশা ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।’

এদিকে, গত চার দিনে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। নীলফামারী হিমালয়ের পাদদেশে থাকায় এ অঞ্চলে আগাম শীতের আগমন ঘটে। গেলো প্রচণ্ড তাপপ্রবাহে সকালে ও রাতের শেষভাগে ঘন কুয়াশা দেখা দিয়েছিল।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (মিটার রিডার) নুরুল ইসলাম জানান, তিস্তা ব্যারাজ এলাকায় গত ২৪ ঘণ্টায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৩৯ দশমিক শূন্য মিলিমিটার ও বাতাসের গতিবেগ ৬ দশমিক শূন্য কিলোমিটার ও আর্দ্রতা ৯৩ শতাংশ বিরাজ করছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘কয়েকদিন ধরেই প্রখর তাপপ্রবাহ যাচ্ছিল। গত সোমবার রাত থেকে এ অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত (প্রায় ৬ ইঞ্চি পানি) রেকর্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ৪৪ মিলিমিটার। টানা বৃষ্টিপাতে তাপমাত্রা যেমন কমেছে তেমনি এই বৃষ্টিপাতের ফলে শীতের আগাম আমেজ দেখা দিতে পারে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩ দিনের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, সোমবার থেকে কমতে পারে
ময়মনসিংহে ১৫ মিনিটের স্বস্তির বৃষ্টি
সপ্তাহজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
৩৩ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারদের পদোন্নতির দাবি
৩৩ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারদের পদোন্নতির দাবি
আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনও সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক
আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনও সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক
তুরস্ক যাচ্ছেন ট্রাম্পের দুতেরা, পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত
রাশিয়া-ইউক্রেন আলোচনাতুরস্ক যাচ্ছেন ট্রাম্পের দুতেরা, পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের
সর্বাধিক পঠিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’