X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

৩ যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু: হত্যা ও বিষক্রিয়ার প্রমাণ মেলেনি

সিলেট প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৬:০৫আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৬:২৯

সিলেটের ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী বাবা ও দুই সন্তানের মরদেহে কোনও রাসায়নিক বা বিষক্রিয়া পাওয়া যায়নি। এটিকে দুর্ঘটনা উল্লেখ করে তাদের মৃত্যুর প্রায় এক মাস পর এমন তথ্য জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় পুলিশ নিশ্চিত হয়েছে যে এটি একটি দুর্ঘটনা। তদন্তে প্রবাসী পরিবারের স্বজন ও আশপাশের সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে। শত্রুতার কোনও প্রমাণ মেলেনি। ভিসেরা রিপোর্ট এলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।’

তিনি জানান, ‘জেনারেটরের ধোঁয়া থেকে তাদের মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে। খাদ্যে বিষক্রিয়া বা কোনও পক্ষ তাদের হত্যা করতে পারে- এমন কোনও আলামত পাইনি। তবে বিদ্যুৎ না থাকায় ঘটনার দিন ওই বাসার জেনারেটর টানা কয়েক ঘণ্টা চলেছে। তারা যে ঘরে ছিলেন ওই ঘরে কোনও ভেন্টিলেটরও ছিল না। ধারণা করছি, বদ্ধ ঘরে ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর মৃত্যু হয়েছে।’

জানা গেছে, ওসমানীনগরের ধিরারাই গ্রামের রফিকুল ইসলাম যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে ফেরেন গত ১২ জুলাই। প্রায় এক সপ্তাহ ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই ওসমানীনগরের তাজপুর স্কুল রোডে চারতলা বাসার দোতলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন রফিকুল ইসলামের পাঁচ সদস্যের পরিবার। ২৫ জুলাই রাতের খাবার খেয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তারা। অপর দুটি কক্ষে শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও তার স্ত্রী মেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে আত্মীয়রা ডাকাডাকি করলে রফিকুলদের কোনও সাড়াশব্দ না পেয়ে ৯৯৯-এ কল দেন শ্যালক দিলওয়ার।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওসমানীনগর থানা পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রফিকুল ইসলাম ও তার ছোট ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী হোসনে আরা, বড় ছেলে সাদিকুল ইসলাম ও একমাত্র মেয়ে সামিরা ইসলামকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রফিকুলের স্ত্রী হোসনে আরা ও ছেলে সাদিকুল সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ১১ দিন আইসিইউতে থাকা অবস্থায় সামিরা ৫ আগস্ট মারা যান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
মুন্সীগঞ্জের ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মিরপুরে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের