X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৩ যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু: হত্যা ও বিষক্রিয়ার প্রমাণ মেলেনি

সিলেট প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ১৬:০৫আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৬:২৯

সিলেটের ওসমানীনগরের যুক্তরাজ্য প্রবাসী বাবা ও দুই সন্তানের মরদেহে কোনও রাসায়নিক বা বিষক্রিয়া পাওয়া যায়নি। এটিকে দুর্ঘটনা উল্লেখ করে তাদের মৃত্যুর প্রায় এক মাস পর এমন তথ্য জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় পুলিশ নিশ্চিত হয়েছে যে এটি একটি দুর্ঘটনা। তদন্তে প্রবাসী পরিবারের স্বজন ও আশপাশের সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে। শত্রুতার কোনও প্রমাণ মেলেনি। ভিসেরা রিপোর্ট এলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।’

তিনি জানান, ‘জেনারেটরের ধোঁয়া থেকে তাদের মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে। খাদ্যে বিষক্রিয়া বা কোনও পক্ষ তাদের হত্যা করতে পারে- এমন কোনও আলামত পাইনি। তবে বিদ্যুৎ না থাকায় ঘটনার দিন ওই বাসার জেনারেটর টানা কয়েক ঘণ্টা চলেছে। তারা যে ঘরে ছিলেন ওই ঘরে কোনও ভেন্টিলেটরও ছিল না। ধারণা করছি, বদ্ধ ঘরে ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর মৃত্যু হয়েছে।’

জানা গেছে, ওসমানীনগরের ধিরারাই গ্রামের রফিকুল ইসলাম যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে ফেরেন গত ১২ জুলাই। প্রায় এক সপ্তাহ ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই ওসমানীনগরের তাজপুর স্কুল রোডে চারতলা বাসার দোতলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন রফিকুল ইসলামের পাঁচ সদস্যের পরিবার। ২৫ জুলাই রাতের খাবার খেয়ে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন তারা। অপর দুটি কক্ষে শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও তার স্ত্রী মেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে আত্মীয়রা ডাকাডাকি করলে রফিকুলদের কোনও সাড়াশব্দ না পেয়ে ৯৯৯-এ কল দেন শ্যালক দিলওয়ার।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওসমানীনগর থানা পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রফিকুল ইসলাম ও তার ছোট ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী হোসনে আরা, বড় ছেলে সাদিকুল ইসলাম ও একমাত্র মেয়ে সামিরা ইসলামকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রফিকুলের স্ত্রী হোসনে আরা ও ছেলে সাদিকুল সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ১১ দিন আইসিইউতে থাকা অবস্থায় সামিরা ৫ আগস্ট মারা যান।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ