X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

আইডিয়ালে ছিল না শিক্ষার্থীদের উল্লাস, পাসের হার আগের মতোই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৭:০৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২০:১২

প্রতিবছরের মতো এবারও ভালো ফলাফল করেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় স্বনামধন্য এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬০৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করছে ১ হাজার ৫৭৪ জন। পাসের হার পাসের হার ৯৮ দশমিক ৭৫ শতাংশ। ফেল করেছে মাত্র ২৯ জন। তবে এর মধ্যে অনুপস্থিতির কারণে ফেল ৯ জন। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছে ৭৮০ জন, যা মোট পাসের ৪৯ দশমিক ৫৫ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৯৫৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৩৩ জন। ফেল করেছে ২০ জন। এর মধ্যে অনুপস্থিতির কারণে ফেল ৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৫৯ জন, যা বিজ্ঞান বিভাগের মোট শিক্ষার্থীর ৭০ দশমিক ৬৩ শতাংশ।

মানবিক বিভাগে ২৭৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬৯ জন। ফেল করেছে ৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন, যা মানবিক বিভাগের মোট শিক্ষার্থীর ১২ দশমিক ৬৩ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭২ জন। ফেল করেছে ৫ জন। এর মধ্যে অনুপস্থিতির কারণে ফেল ১ জন। জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন, যা ব্যবসায় শিক্ষা বিভাগের মোট শিক্ষার্থীর ২৩ দশমিক ৩৮ শতাংশ।

ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, এবছর শিক্ষার্থীদের তেমন একটা উল্লাস-উচ্ছ্বাস দেখিনি। গুটিকয়েক শিক্ষার্থী কলেজে এসেছিল। সবাই আসেনি। হয়তো সব বিষয়ের পরীক্ষা হয়নি বিধায় আগের মতো সেরকম উচ্ছ্বাস করেনি। তবে ফলাফল বেশ ভালো হয়েছে।

এমাম হোসাইন আরও বলেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি মনোযোগ এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় বরাবরের মতো ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বছরব্যাপী বিশেষ যত্ন নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় তিনি উত্তীর্ণ সব শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও মনোযোগী ও কঠোর পরিশ্রমী হওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদেরকে পড়ালেখায় বেশি করে মনোযোগ দিয়ে আগামীতে ভালো ফল করার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, গতবছর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ১৩৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করছে ১ হাজার ১৩৩ জন। পাসের হার ছিল ৯৯ দশমিক ৩৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৩৭৯ জন।

/এএইচএস/এমএস/
টাইমলাইন: এসএসসি পরীক্ষার ফল ২০২৪
১৫ অক্টোবর ২০২৪, ১৭:০৪
আইডিয়ালে ছিল না শিক্ষার্থীদের উল্লাস, পাসের হার আগের মতোই
১৩ মে ২০২৪, ১০:১৪
১২ মে ২০২৪, ১৩:৩২
১২ মে ২০২৪, ১২:৫০
সম্পর্কিত
খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক জনের মৃত্যু
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
পারিশ্রমিক দ্বিগুণ করলেন শ্রদ্ধা
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়
আর্চারি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ
আর্চারি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ
প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদের সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
প্রাইভেটকারে গুলি করে দুজনকে হত্যা: সাজ্জাদের সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার