X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

ইরানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ০৯:৩৫আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৯:৩৫

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তুর্কমেনিস্তানে বৈঠক করেছেন। শুক্রবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত আলোচনায় দুদেশের অর্থনৈতিক সম্পর্কের গভীরতা বৃদ্ধি ও বিশ্ব পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন এই দুই নেতা। এদিকে, তাদের এই আঁতাত উদ্বেগের চোখে দেখছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পেজেশকিয়ানকে পুতিন বলেছেন, ‘আন্তর্জাতিক পরিসরে আমরা সক্রিয়ভাবে কাঁধে কাঁধ মিলিয়েই অংশগ্রহণ করি। বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিতেও যথেষ্ট সাদৃশ্য রয়েছে।’

ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্কের ব্যাপ্তি বৃদ্ধি হচ্ছে বলেও দাবি করেছে রাশিয়া।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে ঘিরে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়নের চক্ষুশূলে পরিণত হওয়া পুতিন এই যুদ্ধকে অহংকারী ও স্বার্থান্বেষী পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই হিসেবে বিবেচনা করে থাকেন। সংগ্রামে জয়লাভের জন্য তিনি ‘বৈশ্বিক পূর্ব ও বৈশ্বিক দক্ষিণের’ সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করে যাচ্ছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, পেজেশকিয়ানকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন পুতিন। ইরানি প্রেসিডেন্ট তার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

বৈঠকে পেজেশকিয়ান পুতিনকে বলেছেন, ‘অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে আমাদের বন্ধন দিনে দিনে শক্তিশালী হচ্ছে। দুই দেশের শীর্ষস্থানীয় নেতাদের সদিচ্ছায় সহযোগিতার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা ত্বরান্বিত করার মাধ্যমেই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা সম্ভব।’

বৈঠকের পর ইরানি প্রেসিডেন্টের কার্যালয়ের প্রকাশিত এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান বলেছেন, ‘আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। গ্যাস ক্ষেত্র, সড়ক ও রেলপথ নির্মাণ, পেট্রোকেমিক্যাল, জ্বালানি ও বিদ্যুৎক্ষেত্র সহ একাধিক প্রকল্প দ্রুততার সঙ্গে সম্পন্ন করার বিষয়ে সম্মত হয়েছি।’

পেজেশকিয়ান গত মাসে জানিয়েছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধাক্কা সামলে নিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এছাড়া, চলতি মাসে ব্রিকস সম্মেলন শেষে রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

তেহরান ও মস্কোর ঘনিষ্ঠতা উদ্বেগের চোখে দেখছে হোয়াইট হাউজ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে তারা। তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

/এসকে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে শান্তি আলোচনার উদ্যোগ কোথায়?
ভারত-পাকিস্তান সংঘাতসমস্যা সমাধানে সংলাপের ওপর গুরুত্ব, তবে সতর্ক ভারত
পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ
‘বিচার বিভাগে ফ্যাসিবাদের পক্ষে যারা ছিলেন, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে’
‘বিচার বিভাগে ফ্যাসিবাদের পক্ষে যারা ছিলেন, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে’
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের সিগন্যালে হয়েছে: নুর
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের সিগন্যালে হয়েছে: নুর
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২