X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

লেবানন ও গাজায় ইসরায়েলের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৩, ০৮:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৭:১৭

ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার ভোরে লেবানন এবং গাজা উপত্যকাজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার পর, আক্রান্ত হয় লেবানন ও গাজা উপত্যকা। ইসরায়েলে হামলার জন্য ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসকে দায়ী করছে তেল আবিব৷

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, দক্ষিণ লেবাননে হামাসের ‘সন্ত্রাসী’ ঘাঁটিতে হামলা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ অভিযান চালানোর পর থেকে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনার পারদ চরমে রয়েছে।

হামাস বলছে, লেবানন থেকে কে বা কারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সে সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই। এটি ১৭ বছরের মধ্যে ইসরায়েলের উত্তর প্রতিবেশী থেকে সবচেয়ে বড় হামলা।

ইসরায়েলে যখন রকেট হামলা হয় তখন হামাস প্রধান ইসমাইল হানিয়াহ লেবাননে ছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনিরা বসে থাকবে না।

এক বিবৃতিতে শুক্রবার আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননে হামাসের সন্ত্রাসী অবকাঠামোগুলোতে আঘাত হেনেছে।

‘আমরা হামাসকে লেবাননের মাটি ব্যবহার করতে দেবো না। লেবাননকে তার ভূখণ্ড থেকে হওয়া প্রতিটি হামলার জন্য দায়ী করা হবে’...আইডিএফ যোগ করেছে।

 

 

এদিকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কাঁপিয়ে দিচ্ছে গাজার আকাশ। বিবিসির খবরে বলা হচ্ছে, অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ১০মিনিটের মধ্যে চারটি নতুন জায়গায় আঘাত হেনেছে। জবাবে দক্ষিণ ইসরায়েলে নতুন রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি জঙ্গিরাও।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করার পর গাজা ও লেবাননে হামলা হলো। এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, আমরা আমাদের শত্রুদের আঘাত কররো। তারা সব আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশটির ভূখণ্ড থেকে যে কোনো সামরিক অভিযানের নিন্দা করেছেন।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল বলছে, পরিস্থিতি ‘অত্যন্ত গুরুতর’। বিবদমানদের সংযম এবং উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছে বাহিনীটি।

অধিকৃত জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের মাত্রা সম্প্রতি বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সবশেষ জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে কয়েকজন মুসল্লি আহত হন। সূত্র: বিবিসি

/এসপি/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্কসীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান