X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
রাজ্যে জরুরি অবস্থা জারি

ফ্লোরিডায় নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৬, ২০:৪৮আপডেট : ১২ জুন ২০১৬, ২১:২৩

ফ্লোরিডায় নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমকামীদের এক নাইটক্লাবে এক বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এর আগে পুলিশ জানিয়েছিল, ওই বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত দু’টার দিকে ফ্লোরিডার ওরলান্ডো এলাকার পাল্স নাইট ক্লাবে এ হামলা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীর হামলার সময় ক্লাবে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।  প্রাথমিক খবরে জানা গিয়েছিল অন্তত ২০জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলির পর বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে হামলাকারী। আশঙ্কা করা হচ্ছিল, হামলাকারীর কাছে বোমা রয়েছে। এরপর পুলিশ ক্লাবটি ঘিরে রাখে ও আহতদের হাসপাতালে পাঠায়। ভোরে অভিযান চালিয়ে হামলাকারীকে হত্যা করে জিম্মিদের মুক্ত করে পুলিশ।

এ সম্পর্কিত খবর: ফ্লোরিডার সমকামী নাইটক্লাবে জিম্মি দশার অবসান, হামলাকারীসহ নিহত ২১

রবিবার সকাল সাতটায় আয়োজিত প্রেস কনফারেন্সে পুলিশ নিহতের সংখ্যা জানায় ২০ জন এবং ৪২ জন আহত হয়েছেন।  এরপর রবিবার সকালে আয়োজিত আরেকটি প্রেস কনফারেন্সে ওরলান্ডোর মেয়র জানান, নিহতের সংখ্যা ৫০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৫৩ জন। আহতদের স্থানীয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এফবিআই মুখপাত্র জানান, হামলাকারী চরমপন্থায় বিশ্বাসী হতে পারেন। হয়ত হামলাকারীর সঙ্গে আইএসের সম্পর্ক থাকতে পারে। তবে তিনি জানান, তারা সব কিছুই বিবেচনায় নিয়ে তদন্ত করছেন।

এ সম্পর্কিত খবর: ফ্লোরিডার সমকামী নাইটক্লাবে জিম্মি দশা: ঘিরে রেখেছে পুলিশ

পুলিশ জানায়, জিম্মিদের মুক্ত করতে অভিযানের সময় গুলিতে বন্দুকধারী নিহত হন। ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়ে সোয়াট টিম অভিযান চালায়। বন্দুকধারী ৩০ জনকে জিম্মি করে রেখেছিল। অভিযানের সময় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায় পুলিশ।

স্থানীয় পুলিশ প্রধান জন মিনা জানান, হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, হামলাকারী বেশ প্রস্তুতি নিয়ে হামলা চালিয়েছে। তারা জানেন না, হামলাকারী একা নাকি তার সঙ্গে কোনও গোষ্ঠী জড়িত আছে।  বেশ কিছু সন্দেহজনক বস্তু ক্লাব ও হামলাকারীর গাড়িতে পাওয়া গেছে।

এ হামলার একদিন আগেই কনসার্ট চলার সময় বন্দুকধারীর গুলিতে আহত সংগীতশিল্পী ক্রিস্টিনা গ্রিমি মারা যান। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।

এ সম্পর্কিত আরও খবর: ফ্লোরিডায় সমকামী নাইটক্লাবে বন্দুকধারীর হামলা

/এএ/

সম্পর্কিত
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
কতটা এগোলো সৌদি-ইসরায়েল সম্পর্ক স্থাপনে মার্কিন উদ্যোগ?
সর্বশেষ খবর
নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে বিএনপির ভোট বর্জন: দুদু
মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে বিএনপির ভোট বর্জন: দুদু
উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে: বিএসএমএমইউ ভিসি
উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে: বিএসএমএমইউ ভিসি
দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি
দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি