X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ফ্লোরিডার নাইটক্লাবে হামলাকারী বউ পেটাতেন!

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৬, ১০:২১আপডেট : ১৩ জুন ২০১৬, ১৩:১৭
image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমকামীদের নাইটক্লাবে হামলাকারী ওমর সিদ্দিক মতিন তার প্রাক্তন স্ত্রীকে পেটাতেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও দাবি তার প্রাক্তন স্ত্রীর।

সিতোরা ইউসুফি

ওমর মতিনের প্রাক্তন স্ত্রী সিতোরা ইউসুফি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটনপোস্টকে বলেন, ‘তিনি মানসিকভাবে স্থিতিশীল ছিলেন না। তিনি আমাকে পেটাতেন। তিনি ঘরে ফিরেই পেটানো শুরু করতেন, কখনও কাপড় না ধোয়ার জন্য, কখনও অন্য কোনও অজুহাতে।’

ইউসুফি জানান, ২০০৯ সালে একটি ডেটিং সাইটে ওমর মতিনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তিনি ওমরের কাছে ফ্লোরিডায় চলে আসেন। সে বছর মার্চে তারা বিয়ে করেন। ফোর্ট পিয়ার্সে ওমরের পারিবারিক বাড়িতেই তারা থাকতেন।

তিনি বলেন, ‘তাকে দেখতে স্বাভাবিক মানুষ বলেই মনে হতো।’ তার প্রাক্তন স্বামী খুব বেশি ধর্মপ্রাণ ছিলেন না বলেও জানান ইউসুফি। তিনি জানান, ওমর মতিন মসজিদের চেয়ে বেশি সময় কাটাতেন জিমে। বিয়ের পর ওমরকে কখনও ইসলামি উগ্রপন্থার প্রতি আকৃষ্ট হতেও দেখেননি তিনি। ওমর নিভৃতচারী ছিলেন বলেও ইউসুফি উল্লেখ করেন।

২০১১ সালে ইউসুফির সঙ্গে ওমরের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি অপর এক নারীকে বিয়ে করেন, তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। ওমরের দ্বিতীয় স্ত্রী তার সম্পর্কে কোনও কথা বলতে চাননি বলে ওয়াশিংটনপোস্টের এক প্রতিবেদনে বলা হয়। দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও তার বিচ্ছেদ ঘটেছে।

ওমর মতিন

ওমরের এক বন্ধু জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদের পর ওমর সৌদি আরবে যান কিছু সময়ের জন্য। তখন থেকেই তিনি ধর্মের প্রতি আরও আকৃষ্ট হন। তবে ইসলামিক স্টেট (আইএস) অথবা অন্য কোনও সন্ত্রাসী গ্রুপের প্রতি ওমরের সহানুভূতি ছিল, এমনটা ওমরের ওই বন্ধু নিশ্চিত করতে পারেননি। তবে আইএস ওমরকে তাদের যোদ্ধা বলে দাবি করেছে।

উল্লেখ্য, নাইটক্লাবে চালানো সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হন। আরও ৫৩ জন আহত হন ওই ঘটনায়। শনিবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে ফ্লোরিডার ওরল্যান্ডো শহরের পালস নাইটক্লাবে ঢুকে গুলি চালান ওমর। এরপর তিনি নাইটক্লাবে অবস্থান করা লোকজনকে জিম্মি করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ওমর মতিনের কাছে একটি রাইফেল, একটি পিস্তল এবং দুটি সন্দেহজনক যন্ত্র ছিল। স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে এসডব্লিউএটি-এর বিশেষ কমান্ডোরা জিম্মিদের মুক্ত করার জন্য অভিযান চালান। ওই অভিযানে ওমর মতিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।   

সূত্র: ওয়াশিংটনপোস্ট।

আরও পড়ুন:

কে এই ওমর মতিন?

ফ্লোরিডার নাইটক্লাবে হামলার দায় স্বীকার করল আইএস

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা

/এসএ/

সম্পর্কিত
গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রয়টার্স
ভারত ও পাকিস্তানের সংঘাত চীন-যুক্তরাষ্ট্র লড়াইও?
পাকিস্তানে ভারতের হামলাকে দুঃখজনক বললেন ট্রাম্প, উদ্বিগ্ন জাতিসংঘ
সর্বশেষ খবর
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পাকিস্তানে হামলা চালিয়ে ভুল করেছে ভারত, হুঁশিয়ারি শাহবাজ শরিফের
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই, যুবদল নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা