X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

মৃত্যুপথযাত্রী নাতিকে শেষ বিদায় জানাতে বিমান ঘুরিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ২২:০৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ০০:০১

মৃত্যুপথযাত্রী নাতিকে শেষ বিদায় জানাতে বিমান ঘুরিয়ে প্রশংসায় ভাসছেন পাইলট এমন ঘটনা ঘটতে পারে বলে নিশ্চই কখনও ভাবেননি দুই বিমানযাত্রী। কারণ আগে কখনও এমন ঘটনার কথা শোনা যায়নি। তাদের কাছে ঘটনাটি অত্যাশ্চর্য। হবে না কেন? যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দর থেকে দুবাই হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রানওয়েতে চালু হয়ে টেক অফের আগ মুহূর্তে বিমান ঘুরিয়ে নেবেন পাইলট তা কে-ইবা ভেবেছিলেন। আর তা করা হলো, ওই দম্পতি যাতে তাদের মৃত্যুপথযাত্রী নাতিকে শেষ বিদায় জানাতে পারেন। এমন অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেওয়ায় ওই পাইলটের ভূয়সী প্রশংসা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুন: কার্টুন দেখে উড়তে চেষ্টা করে প্রাণ দিলো জাপানি শিশু

বেকি স্টিফেনসন নামে ব্রাডফোর্ডের এক ট্রাভেল এজেন্ট জানিয়েছেন, তার দুই কাস্টমার ম্যানচেস্টার থেকে আবুধাবি হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠেছিলেন। রানওয়েতে বিমান চালু হয়ে টেক অফের একেবারে পূর্ব মুহূর্তে ওই দম্পতি মোবাইলে একটি বার্তা পান। তাতে বলা হয়েছে, তাদের নাতি খুব অসুস্থ। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। বার্তাটি পাওয়ার পর ওই যাত্রীরা বিমানের ক্রুদের বিষয়টি জানান। ক্রুরা বিষয়টি বিমানের ক্যাপ্টেনকে জানালে তিনি বিমানটি ঘুরিয়ে নেন। পাইলট বিমানটি ঘুরিয়ে বোর্ডিং গেটে নিয়ে আসেন। এখানে ক্রুরা দ্রুত তাদের ব্যাগপত্র নামিয়ে দেন এবং বিমানবন্দরে তাদের গাড়িতে তুলে দেন। যাতে করে দম্পতি সোজা হাসপাতালে চলে যেতে পারেন।

আরও পড়ুন: বিয়ের দিনও ক্লাস নেওয়া বাদ দেননি যে শিক্ষক

যদিও ৩১ মার্চ ওই দম্পতির নাতি মারা যান। ওই দিনই তাদের অস্ট্রেলিয়া পৌঁছানোর কথা ছিল।

স্টিফেনসন ওই দম্পতির পরিচয় না জানিয়ে বলেন, নাতিকে শেষ বিদায় জানানোর সুযোগ দেওয়ার জন্য তারা খুব কৃতজ্ঞ। তিনি বলেন, তারা খুব খুশি হয়েছিলেন। তারা কখনও চিন্তা করেননি পাইলট তাদের জন্য বিমান ঘুরিয়ে নেবেন।

আরও পড়ুন: সাত বছরের বালকের এক বার্তায় বাঁচলো ১৫টি প্রাণ

স্টিফেনসন ফেসবুকে এক পোস্টে ইতিহাদ এয়ারওয়েজের ওই পাইলট ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ওই পোস্টে লোকজন ভূয়সী প্রশংসা করছেন পাইলটের।

ইতিহাদ কর্তৃপক্ষ ওই দম্পতিকে ওই টিকিট দিয়ে পুনরায় অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ বহাল রেখেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের পক্ষ থেকে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে হামাস শক্তিশালী হবে: ব্রিটেন
পৃথিবীতে শক্তিশালী সৌরঝড়ের আঘাত
বিকল্প নয়, মানুষের সহায়ক হবে এআই
সর্বশেষ খবর
দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন ১১ প্রার্থী
দেয়ালে পোস্টার লাগিয়ে জরিমানা গুনলেন ১১ প্রার্থী
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চার বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল, এমপিওভুক্তি নিয়ে প্রশ্ন
চার বিদ্যালয়ের সব শিক্ষার্থী ফেল, এমপিওভুক্তি নিয়ে প্রশ্ন
টিভিতে আজকের খেলা (১৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ফুটপাত থেকে দোকান ছড়িয়েছে প্রধান সড়কে, আসছে নতুন পরিকল্পনা 
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল  
জাতীয় দলে খেলতে গেলে সাপোর্ট লাগে: ইমরুল