X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা

শিশুদের রক্ষায় জীবন বিলিয়ে দেন শিক্ষক ইরমা গার্সিয়া

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ১০:২২আপডেট : ২৬ মে ২০২২, ১১:২২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে রোব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় নিহতদের মধ্যে রয়েছেন চতুর্থ গ্রেডের শিক্ষক ইরমা গার্সিয়া। মঙ্গলবারের হামলায় নিহত এই শিক্ষকের শেষকৃত্যের খরচ এবং পরিবারের প্রয়োজন মেটাতে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

গোফান্ডমি সাইটে শুরু হওয়া তহবিল সংগ্রহের প্রচারে বলা হয়েছে গার্সিয়া একজন স্ত্রী এবং চার সন্তানের মা। এতে তার সম্পর্কে আরও বলা হয়, ‘মিষ্টি, দয়ালু, প্রেমময়।  চমৎকার ব্যক্তিত্বের সঙ্গে আনন্দ দেওয়ার সক্ষমতাও ছিল তার। টেক্সাসের উভালদের রোব এলিমেন্টারি স্কুলে হামলায় আক্রান্তদের একজন চতুর্থ গ্রেডের এই শিক্ষক।’

ওই প্রচারে আরও বলা হয়েছে, ‘তিনি নিজের ক্লাসের শিশুদের রক্ষায় নিজেকে বিলিয়ে দেন। তিনি একজন নায়ক। অনেকেই তাকে ভালোবাসেন এবং সত্যিকারভাবে তার অভাববোধ করবেন।’

ইরমা গার্সিয়ার ভাইপো জন মার্টিনেজ ওয়াশিংটন পোস্টকে জানান, কর্মকর্তারা পরিবারকে নিশ্চিত করেছেন বন্দুকের গুলি থেকে শিশুদের রক্ষায় সাহায্য করেছেন তিনি।

বুধবার মার্টিনেজ বলেন, ‘আমি চাই তাকে এমন একজন হিসাবে স্মরণ করা হবে যিনি তার জীবন উৎসর্গ করেছেন এবং তার সন্তানদের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। তারা শুধু তার ছাত্র ছিল না। তারা তার সন্তান ছিল, এবং তিনি জীবনকে সামনে রেখেছেন, তাদের রক্ষা করতে জীবন উৎসর্গ করেছেন। তিনি এমন ধরনের মানুষই ছিলেন।’

উভালদে কনসোলিডেটেড ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ইরমা গার্সিয়ার প্রোফাইলে বলা হয়েছে তিনি ২৩ বছর শিক্ষকতা করেছেন। ইভা মিরেলেসের সঙ্গে তিনি পাঁচ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। ওই বন্দুক হামলায় ইভা মিরেলেসও নিহত হয়েছেন।

সূত্র: সিএনএন

আরও পড়তে পারেন: 

যুক্তরাষ্ট্রের ‘গান লবি’ কী, কতটা প্রভাবশালী?

আরেকটি বন্দুক হামলা, আরেকবার অস্ত্র নিয়ন্ত্রণ বিতর্ক

শিগগির বদলাচ্ছে না যুক্তরাষ্ট্রের বন্দুক আইন

পোশাক ও পরিবার নিয়ে কটূক্তির কারণেই এই হত্যাকাণ্ড?

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
সর্বশেষ খবর
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
করবিন-সুলতানার দল কি ব্রিটিশ রাজনী‌তি‌তে ভূমিকা রাখ‌তে পার‌বে?
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
সারা দেশে আগামী কয়েকদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, এখনও শঙ্কায় পোশাক খাতের উদ্যোক্তারা
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল