X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা

শিশুদের রক্ষায় জীবন বিলিয়ে দেন শিক্ষক ইরমা গার্সিয়া

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২২, ১০:২২আপডেট : ২৬ মে ২০২২, ১১:২২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে রোব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় নিহতদের মধ্যে রয়েছেন চতুর্থ গ্রেডের শিক্ষক ইরমা গার্সিয়া। মঙ্গলবারের হামলায় নিহত এই শিক্ষকের শেষকৃত্যের খরচ এবং পরিবারের প্রয়োজন মেটাতে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

গোফান্ডমি সাইটে শুরু হওয়া তহবিল সংগ্রহের প্রচারে বলা হয়েছে গার্সিয়া একজন স্ত্রী এবং চার সন্তানের মা। এতে তার সম্পর্কে আরও বলা হয়, ‘মিষ্টি, দয়ালু, প্রেমময়।  চমৎকার ব্যক্তিত্বের সঙ্গে আনন্দ দেওয়ার সক্ষমতাও ছিল তার। টেক্সাসের উভালদের রোব এলিমেন্টারি স্কুলে হামলায় আক্রান্তদের একজন চতুর্থ গ্রেডের এই শিক্ষক।’

ওই প্রচারে আরও বলা হয়েছে, ‘তিনি নিজের ক্লাসের শিশুদের রক্ষায় নিজেকে বিলিয়ে দেন। তিনি একজন নায়ক। অনেকেই তাকে ভালোবাসেন এবং সত্যিকারভাবে তার অভাববোধ করবেন।’

ইরমা গার্সিয়ার ভাইপো জন মার্টিনেজ ওয়াশিংটন পোস্টকে জানান, কর্মকর্তারা পরিবারকে নিশ্চিত করেছেন বন্দুকের গুলি থেকে শিশুদের রক্ষায় সাহায্য করেছেন তিনি।

বুধবার মার্টিনেজ বলেন, ‘আমি চাই তাকে এমন একজন হিসাবে স্মরণ করা হবে যিনি তার জীবন উৎসর্গ করেছেন এবং তার সন্তানদের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। তারা শুধু তার ছাত্র ছিল না। তারা তার সন্তান ছিল, এবং তিনি জীবনকে সামনে রেখেছেন, তাদের রক্ষা করতে জীবন উৎসর্গ করেছেন। তিনি এমন ধরনের মানুষই ছিলেন।’

উভালদে কনসোলিডেটেড ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ইরমা গার্সিয়ার প্রোফাইলে বলা হয়েছে তিনি ২৩ বছর শিক্ষকতা করেছেন। ইভা মিরেলেসের সঙ্গে তিনি পাঁচ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। ওই বন্দুক হামলায় ইভা মিরেলেসও নিহত হয়েছেন।

সূত্র: সিএনএন

আরও পড়তে পারেন: 

যুক্তরাষ্ট্রের ‘গান লবি’ কী, কতটা প্রভাবশালী?

আরেকটি বন্দুক হামলা, আরেকবার অস্ত্র নিয়ন্ত্রণ বিতর্ক

শিগগির বদলাচ্ছে না যুক্তরাষ্ট্রের বন্দুক আইন

পোশাক ও পরিবার নিয়ে কটূক্তির কারণেই এই হত্যাকাণ্ড?

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/জেজে/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া