X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

ইউএনও ওয়াহিদার প্যারালাইজড ডান পাশ নিয়ে মন্তব্য নেই চিকিৎসকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থার উন্নতি হচ্ছে। তার চেতনার মাত্রা ঠিক রয়েছে। কথা বলছেন হালকা, স্বজনদের চিনতে পারছেন। তবে তার প্যারালাইজড হওয়া ডান পাশ বিষয়ে চিকিৎসকরা এখনই কিছু বলতে পারছেন না। আরও সময় গেলে বোঝা যাবে বলে জানাচ্ছেন তারা।

উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও'র সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসায় প্রবেশ করে হামলাকারীরা। ভেতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম

ওয়াহিদাকে প্রথমে রংপুরে ও পরে রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমান তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ইউএনও ওয়াহিদার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যাপক ডা. জাহেদ হোসেনের নেতৃত্বে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিউরো সার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার জ্ঞানের মাত্রা অনেক ভালো আছে। জিসিএস স্কোর ভালো, ১৫-তে আছে (এখানে উল্লেখ্য, একজন স্বাভাবিক মানুষের গ্লাসগো কোমা স্কেল বা জিসিএস ১৪-১৫ থাকে,  জিসিএস ৮-এ নেমে এলে তাকে ক্রিটিক্যাল বলে ধরা হয়)। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে আর ইমপ্রুভ করারই কথা। কেবল প্যারালাইসিসটার কতটুকু কী হবে সেটাই চিন্তার বিষয়, প্যারালাইসিসের বিষয়ে বলা মুশকিল।’ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটাল

ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তাকে গতকাল (৭ সেপ্টেম্বর) আইসিইউ থেকে এইচডিইউতে (হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে) স্থানান্তর করা হয়েছে। সেখানে কয়েকদিন পর্যবেক্ষণ করা হবে। এ সময়টাতে যদি মোটামুটি ভালো থাকেন তাহলে কেবিনে নিয়ে যাওয়া হবে।‘

ওয়াহিদা খানমের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ডান সাইড বাদ দিলে তার পুরো রিকভারি হয়ে গেছে। আর প্যারালাইসিসের কোনও রিকভারি হয়নি, ওটা কতটুকু হবে, না হবে বলা খুব কঠিন। তবে নতুন করে কোনও জটিলতা তৈরি হয়নি। তার চেতনা লেভেল ঠিক আছে বলেন ডা. জাহেদ হোসেন।

আরও পড়ুন- 

তরল খাবার খাচ্ছেন ইউএনও ওয়াহিদা 

‘ইউএনও ওয়াহিদার প্যারালাইজড ডান সাইডের রেসপন্স জিরো’

ঘোড়াঘাটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দু'জন আটক

ইউএনও ওয়াহিদার অবস্থার উন্নতি, এইচডিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত

ঘোড়াঘাট ইউএনওকে হত্যাচেষ্টার মামলায় আরও দুইজনকে আটক

ইউএনও’র ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: কাদের 

‘জাহাঙ্গীর ও আসাদুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন আমারও’

অস্ত্রোপচার সফল হলেও আশঙ্কামুক্ত নন ইউএনও ওয়াহিদা

ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে ওয়াহিদার

ইউএনও ওয়াহিদার ওপর হামলায় দুই জন আটক

ইউএনও’র ওপরে হামলার ঘটনায় মামলা

ইউএনও’র ওপর হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

এটা সিরিয়াস ক্রাইম: রংপুর বিভাগীয় কমিশনার

ইউএনও’র ওপর হামলাকারী ছিল পিপিই পরা

ইউএনও’র ওপর এমন হামলা বিশ্বাস করতে পারছেন না কেউ

ইউএনও ও তার বাবাকে কুপিয়ে ‘মৃত ভেবে’ ফেলে রেখে যায় হামলাকারীরা

ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও’র ওপর হামলা

 

/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন