X
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
৭ চৈত্র ১৪২৯

স্বর্ণ ব্যবসার আগে চুরি-ছিনতাই করতো আরাভ খান

মহিউদ্দিন খান রিফাত
১৯ মার্চ ২০২৩, ২১:৫৫আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২২:২৮

সম্প্রতি দুবাইয়ে বাংলাদেশি স্বর্ণ ব্যবসায়ী বিতর্কিত আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করার জন্য সেখানে যান ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর থেকে আলোচনায় আসে আরাভ খানের নাম। দেশে থাকতে আরাভ বিভিন্ন সময়ে কখনও রবিউল ইসলাম, কখনও আপন, সোহাগ, হৃদয় ও হৃদি নাম ব্যবহার করে নানা অপরাধ করতো। তার বিরুদ্ধে মামলা হলেও জামিনে মুক্তি পেয়ে যেত সে। একসময় ভারতে পালিয়ে গিয়ে কিছু দিন অবস্থানের পর এখন সে দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

রাজধানীর বিভিন্ন থানায় বিভিন্ন মামলার নথি ঘেঁটে জানা যায়, আরাভ একসময় মোটরসাইকেল চুরি, ক্যামেরা ছিনতাই, অস্ত্র ঠেকিয়ে টাকা আদায়, মামলায় অন্য ব্যক্তি দিয়ে সাজা খাটানোসহ অসংখ্য অপরাধের সঙ্গে যুক্ত। বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ব্যবহার করে এসব অপরাধ করেও বেড়াতো আরাভ। তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, ধর্ষণ ও অস্ত্র মামলাসহ অন্তত ৯টি মামলা রয়েছে।

চুরি-ছিনতাই করতো আরাভ
আদালতে দেওয়া পুলিশের এক প্রতিবেদনে জানা যায়, ২০১৭ সালের ২৩ জুন বনানী থানার বাসিন্দা মো. শুক্কুর আলী নামের এক ব্যক্তি বন্ধু মো. হাসানকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে যান। পুলিশ কনকর্ড প্লাজার সামনে ব্রিজের ওপর অবস্থান করছিলেন তারা। এ সময় আরাভ খান একটি মোটরসাইকেলে এসে শুক্কুরের হাতে থাকা ডিএসএলআর ক্যামেরা ও একটি মোবাইল সেট থাবা দিয়ে নিয়ে দ্রুতগতিতে মগবাজারের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় মো. শুক্কুর আলী ২০১৭ সালের ২৫ জুনে গুলশান থানায় মামলা করেন। পরে ২০১৮ সালের ৯ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আরাভের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, আরাভ খান একজন পেশাদার অপরাধী। সে মোটরসাইকেলের ভুয়া নিবন্ধন ব্যবহার করে শুক্কুর আলীর হাতে থাকা ক্যামেরা ও মোবাইল সেট ছিনতাই করে চলে যায়।

অভিযোগপত্রে আরও বলা হয়, ২০১৭ সালের ২৫ জুন গুলশান-১-এ নাভানা টাওয়ারের সামনে থেকে আরাভ খানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বাদীর মোবাইল সেট, ক্যামেরা ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ মামলায় আদালত ২০১৮ সালের ৭ মে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ১২ জুন ধার্য করেছেন আদালত।

একাধিক বিয়ে এবং শ্বশুরদের রাখতো হুমকিতে
আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা করে। টাকা না পেয়ে ২০১৫ সালের ১৮ জানুয়ারি গুলিভর্তি একটি রিভলবারসহ সে শ্বশুরের বাসার সামনে যায়। এ সময় সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আরাভের বিরুদ্ধে রমনা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন ডিবি পশ্চিমের গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের উপপরিদর্শক (এসআই) সুজন কুমার কুণ্ডু।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি ডিএমপির পুলিশ পরিদর্শক মাহবুব উর রশিদ সংবাদ পান যে রাজধানীর শাহ আলী থানায় করা মামলায় জামিনে মুক্ত আসামি আরাভ খান মগবাজারের আমবাগান এলাকায় শ্বশুরবাড়ির সামনে সশস্ত্র অবস্থান করছে। তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় আরাভ দৌড়ে তিনতলা বাড়ির ভেতরে ঢুকে যায়।

উপস্থিত লোকজনকে নিয়ে পরিদর্শক মাহবুব বাড়িতে প্রবেশ করে আরাভকে আটক করেন। পরে তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে সে নাম রবিউল ইসলাম আপন বলে জানায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরাভ স্বীকার করে যে তার শ্বশুর সেকেন্দার আলীকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের জন্য রিভলবারসহ বাসার সামনে দাঁড়িয়ে ছিল। এ ঘটনায় আরাভের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আরাভ তখন স্বীকার করে, সে একাধিক মেয়েকে বিয়ে করেছে এবং ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে শ্বশুরদের কাছ থেকে অর্থ আদায় করতো।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক শেখ হাসান মুহাম্মদ মোস্তফা সারোয়ার জানান, মামলাটি বর্তমানে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালতে বিচারাধীন। এখন পর্যন্ত অভিযোগভুক্ত ২০ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। বাকি সাক্ষীরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ২৮ মার্চ সাক্ষীর জন্য দিন ধার্য রয়েছে।

আরাভের পরিবর্তে সাজা খাটে ইউসুফ
২০১৮ সালে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান খুন হন। সেই হত্যা মামলায় আরাভকে আসামি করে পুলিশ। তদন্তে তার সংশ্লিষ্টতাও পায় পুলিশ। বিভিন্ন সময় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তার বিরুদ্ধে।

মামলার এজাহারে বলা হয়, মো. আবু ইউসুফ নিজেকে মামলার আসামি মো. রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় দাবি করে ২০২০ সালের ২০ অক্টোবর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান। পরে ইউসুফের বাবা মো. নুরুজ্জামান ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ছেলে ইউসুফ এই মামলার আসামি নয় দাবি করে জামিনের আবেদন করেন। পরে আদালত ডিসি, ডিবি (পূর্ব), ঢাকা থেকে প্রতিবেদন তলব করলে ডিবির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আবু ইউসুফ নিজের পরিচয় গোপন করে এই মামলার প্রকৃত আসামি (আরাভ খান) মো. রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয় নাম ধারণ করে আদালতে আত্মসমর্পণ করে। এটা ফৌজদারি অপরাধ। তাই এই অপরাধের সুবিধাভোগী মূল আসামি (আরাভ খান) রবিউল ইসলাম ও আবু ইউসুফসহ অন্য ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে ধারণা হয়। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও বলা হয়।

পরিদর্শক মামুন হত্যায় জড়িত আরাভ
২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উলুখোলা এলাকার একটি জঙ্গল থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরানের হাত-পা বাঁধা বস্তাবন্দি পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দুদিন আগে অফিস শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হন মামুন। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে রাজধানীর বনানী থানায় মামলা করেন।

২০২১ সালের ২৫ নভেম্বর ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আরাভ খানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ বিচার শুরুর আদেশ দেন। মামলার বাদী জাহাঙ্গীর আলম খানের আংশিক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে আর কোনও সাক্ষ্যগ্রহণ হয়নি।

এ ঘটনায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী অতিরিক্ত মহানগর দায়রা জজ, প্রথম আদালতে মো. আবু ইউসুফ ও আরাভ খান ওরফে মো. রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়সহ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এজাহার দায়ের করে।

মামলাটিতে আরাভ খান ছাড়াও বাকি ৯ অভিযুক্ত হলো আরাভের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া (২১), রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১), সারোয়ার হোসেন (২৩) এবং দুই কিশোরী মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী (১৬) ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা (১৬)।

দীর্ঘদিন পর আগামী ২১ মার্চ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল্লাহ আবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখছি। মামলাগুলোয় আরাভ এখন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। যেসব মামলা সাক্ষ্যের জন্য আটকে আছে, আমরা রাষ্ট্রপক্ষ সেসব মামলার সাক্ষী হাজির করার উদ্যোগ নিয়েছি। আশা করি শিগগিরই সব মামলা নিষ্পত্তি হবে।’

আরও পড়ুন:

দুবাই থেকে পালাতে পারে আরাভ, সতর্ক নজর পুলিশের

আরাভ খানকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাইবে পুলিশ

সুষ্ঠু বিচারের আশ্বাস পেলে দেশে ফিরতে রাজি সেই আরাভ

‘আরাভের স্বর্ণ ব্যবসার সঙ্গে সাকিব জড়িত কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা’

আরাভ খানকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

/এনএআর/এমওএফ/
সর্বশেষ খবর
এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৩৪ মামলা
এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৩৪ মামলা
উন্নয়ন প্রকল্পে ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
উন্নয়ন প্রকল্পে ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
গ্রাম আদালতসহ ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৭৩০ কোটি টাকা
গ্রাম আদালতসহ ৯ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৭৩০ কোটি টাকা
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
প্রধানমন্ত্রীর প্রস্তাবে চরমোনাই পীরের উদ্বেগ
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে ঐ নারী কী করছিলেন: বুবলী
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী সাভার কেরানীগঞ্জ
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
মাছ ধরতে গিয়ে মিললো বস্তা, খুলতেই দেখা গেলো লাশ, সঙ্গে ৮টি ইট
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!
হঠাৎ কাকের প্রশংসায় কেন তারকারা পঞ্চমুখ!