X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলতে শুরু করেছে দোকানপাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৯:২০আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৯:২০

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল শনিবার (১০ ডিসেম্বর)। ব্যবসায়ীরা বলছেন, মানুষের উপস্থিতি কম থাকায় তারা দোকান খুলতে আগ্রহ দেখায়নি। তবে পাড়ার মহল্লার ছোট দোকানগুলো আগের মতোই খোলা ছিল। সমাবেশ শেষে বিকাল থেকে বিভিন্ন এলাকায় কিছু দোকানপাট খুলতে দেখা যায়।

খুলতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট (ছবি: সাজ্জাদ হোসেন)

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলছেন আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছিলেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, শুধু রাজধানীতেই নয়, আজ সারাদেশেই দোকানপাট বন্ধ ছিল। তিনি উল্লেখ করেন, এরকম অনিশ্চয়তায় ব্যবসা হয় না। আতঙ্ক থাকলে দোকানে ক্রেতা আসে না। দোকানপাট ভাঙচুরেরও ভয় থাকে। তিনি জানান, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে চান।

খুলতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট (ছবি: সাজ্জাদ হোসেন)

প্রসঙ্গত, বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এর পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য বুধবার থেকেই রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তার দুই পাশের দোকান বন্ধ রয়েছে। এছাড়া শনিবার রাজধানীর সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে যানজটের এই নগরী ফাঁকা হয়ে যায়, সমাবেশের আশেপাশে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকলেও রাজধানীর অন্যান্য এলাকায় মানুষের উপস্থিতি ছিল খুবই কম। অতি জরুরি কাজে যারা বের হন তারাও দ্রুত কাজ শেষ করে ঘরে ফিরেছেন।

শনিবার প্রায় সারা দিন রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ ছিল (ছবি: নাসিরুল ইসলাম)

শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত, সাইন্সল্যাব, আজিমপুর, কাঁটাবনসহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার সড়কে অন্যদিন যেমন মানুষের উপস্থিতি আর গণপরিবহন চলাচল করত, আজ তেমনটি নেই। তবে বিভিন্ন এলাকায় সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও দুপুরের পর ধীরে ধীরে খুলতে শুরু করেছে কিছু দোকানপাট। মার্কেটগুলোতে কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশ দোকানই বন্ধ দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, অনেকেই মনে করছেন রাস্তাঘাটে বের হওয়া আজ নিরাপদ নয়। সেজন্যই শ্রমিক-কর্মচারীদের আসতে নিষেধ করেছেন অনেকে।

শনিবার প্রায় সারা দিন রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ ছিল (ছবি: সাজ্জাদ হোসেন)

শনিবার বিএনপির সমাবেশ শেষে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট খুলতে শুরু করে (ছবি: রাকিবুল ইসলাম)

শনিবার বিএনপির সমাবেশ শেষে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট খুলতে শুরু করে (ছবি: রাকিবুল ইসলাম)

আরও পড়ুন- 

১০ দফা দাবি তুলে পরবর্তী কর্মসূচির ঘোষণা বিএনপির

পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের

কেমন চলছে বিএনপির সমাবেশ (ফটোস্টোরি)

প্রধান অতিথি খন্দকার মোশাররফ, সভাপতি আমান: খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার

সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উচ্ছ্বাস

নীলক্ষেতে পথচারীদের মোবাইল চেক করছে ছাত্রলীগ

নয়াপল্টনে নাশকতার গোয়েন্দা তথ্য আছে: ডিএমপি

খালেদা জিয়ার হাত কালো নয়, সাদা: আফরোজা আব্বাস

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ 

ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরা

দুপুরে খিচুড়ির আয়োজন করেছে যুবলীগ

সমাবেশস্থলের আশপাশে খাবার বিক্রিতে বাধা

গোলাপবাগে ইন্টারনেট নেই, মোবাইলে কলড্রপ

রাজধানীতে কোথাও বন্ধ, কোথাও খোলা দোকানপাট

কমলাপুরে দুটি মোটরসাইকেলে আগুন

লঞ্চ চললেও যাত্রী নেই সদরঘাটে

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি