X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ঘটনায় মানবাধিকার কমিশনের ১৩ সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ২০:১১আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:৩১

জাতীয় মানবাধিকার কমিশন যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে তিন শিশুর মৃত্যুর ঘটনায় ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩’ এর সংশ্লিষ্ট ধারা অন্তর্ভুক্ত করে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানাতে পুলিশকে বলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান কমিটি। এছাড়াও একই ঘটনার পুনরাবৃত্তি রোধে কমিশনের কাছে ১৩টি সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কমিশনের ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ ফায়জুল কবীরের সই করা  এক চিঠিতে কমিটির সুপারিশেরগুলো কমিশনের কাছে তুলে ধরা হয়।

জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে করা সুপারিশে বলা হয়— জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯ এর ১৯ (২) ধারা বিধানের আলোকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারকে যথাযথ সাময়িক সাহায্য মঞ্জুর করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সুপারিশ করা যেতে পারে। এই ঘটনায় যশোরের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য কমিশন থেকে নিয়মিত তদারিক করা ও এই মামলায় কমিশনের নিজস্ব প্যানেল আইনজীবী দিয়ে আইনি সহায়তা দেওয়া যেতে পারে।

শিশু উন্নয়ন কেন্দ্র ও সমরূপ প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য দেশে প্রচলিত শিশু আইনসহ অন্যান্য আইন ও মানবাধিকারের ওপর নিবিড় প্রশিক্ষণের আয়োজন করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে সুপারিশ পাঠানো যেতে পারে। প্রশিক্ষণের কন্টেন্ট তৈরি ও প্রশিক্ষক প্রদানের বিষয়ে কমিশন সহযোগিতা করতে পারে।

জেলা পর্যায়ে এসব প্রতিষ্ঠান পরিদর্শন করার দায়িত্ব যাদের রয়েছে, যেমন- জেলা ও দায়রা জজ, জেলা ম্যাজিস্ট্রেটদের মাসে অন্তত একবার শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রিপরিষদ সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে তাদের নির্দেশনা প্রদান করতে কমিশন হতে সুপারিশ করা যেতে পারে।

শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের জন্য বরাদ্দকরা চাল-ডাল, তরকারি ইত্যাদির মান উন্নয়ন এবং যশোর কেন্দ্রে নিয়োগপ্রাপ্ত বর্তমান ঠিকাদার পরিবর্তন করার জন্য সমাজসেবা অধিদফতরের মহাপরিচালককে বলা যেতে পারে। গত ১৩ আগস্টের নির্যাতনের ঘটনার সময় কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো যেতে পারে।

নিবাসীদের অপরাধী হিসেবে দেখা, তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা, তাদের দিয়ে কাজ করানো, কর্তৃপক্ষ কর্তৃক অনুগত নিবাসী তৈরি করা ও অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করা, অভ্যন্তরে মাদকের ব্যবহার ইত্যাদি গুরুতর অভিযোগের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে একটি টাস্কফোর্স গঠন করে সমস্যাগুলোর আশু সমাধান করতে সুপারিশ করা যেতে পারে। নিবাসীদের বয়স ও অভিযোগের ধরন বিবেচনা করে ভিন্ন ভিন্ন কক্ষে রাখার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সুপারিশ পাঠানো যেতে পারে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) ১৩ আগস্ট ট্রাজেডির সময় উপস্থিত সব কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে ইউনিসেফের মন-সামাজিক পরামর্শক (সাইকো সোশ্যাল কাউন্সিলর) ও সমাজ কর্মী এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শিশু উন্নয়ন কেন্দ্রের দায়িত্ব থেকে অন্যত্র বদলি করার জন্য তাদের স্ব স্ব কর্তৃপক্ষকে বলা যেতে পারে। তবে শিশু নির্যাতনে সরাসরি যারা অংশ গ্রহণ করেছেন, তারা এই সুপারিশের আওতায় পড়বে না।

শিশু উন্নয়ন ও স্বাভাবিক জীবনে একীভূত করার লক্ষ্যে মানসিকতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মদক্ষ ও উৎপাদনশীল নাগরিক হিসেবে সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোর জন্য শিক্ষার স্তর মাধ্যমিক পর্যন্ত উন্নীতকরণ, একজন ডাক্তারের স্থায়ী পদ তৈরিসহ জনবল বাড়ানো এবং খাবারসহ সার্বিক মান উন্নয়নের জন্য বাজেট বাড়াতে সরকারের সংশ্লিষ্ট দফতরে বলা যেতে পারে। শিশু আইন ২০১৩ এর আলোকে যেহেতু শিশুদের বিষয়ে এখতিয়ার শুধু শিশু আদালতের, তাই শিশু আদালতের বিজ্ঞ বিচারককে মাসে একবার শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শনের জন্য অনুরোধ করতে  আইন ও বিচার বিভাগের এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে সুপারিশ করা যেতে পারে।

এছাড়াও জেলা পর্যায়ে এসব প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করার জন্য একটি কমিটি গঠন করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো যেতে পারে। জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলায় জাতীয় মানবাধিকার কমিশনের প্যানেল আইনজীবী, জেলা পর্যায়ে শিশু অধিকার ও মানবাধিকার নিয়ে কাজ করেন, এমন সনামধন্য বেসরকারি সংস্থার দু’জন প্রতিনিধি ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক।

উল্লেখ্য, যশোর সদরের পুলেরহাটের ‘যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক)’ গত ১৩ আগস্ট বেলা ১২টা থেকে বিকাল পর্যন্ত কেন্দ্রের ১৮ কিশোরকে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশে তাদের অনুগত ৮ কিশোর পৈশাচিক কায়দায় নির্যাতন করে। ভুক্তভোগী কিশোরদের হাত-পা বেঁধে ও মুখের ভেতরে কাপড় গুঁজে লোহার রড, পাইপ ও কাঠ দিয়ে বেদম মারধর করা হয়। নির্যাতনের মাত্রা এমন ছিল যে, প্রথমবার মারধর করার পর তারা অচেতন হয়ে যায়। এরপর অচেতন অবস্থা থেকে জ্ঞান ফেরা মাত্রই আবারও দফায় দফায় নির্যাতন করা হয়। মারধরের পর তাদের ডরমেটরিতে ফেলে রাখে কর্তৃপক্ষ। সেদিন এমনিতেই তাপমাত্রা ছিল বেশি, তারপর সেদিন তাদের কিছুই খেতে দেওয়া হয়নি। নির্যাতন, ক্ষুধা আর চিকিৎসাহীন অবস্থায় এক জায়গায় গাদাগাদি করে রাখায় সন্ধ্যার দিকে পর পর তিন কিশোর মারা যায়।

আরও পড়ুন: 

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নৃশংসতা দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির বহিঃপ্রকাশ

মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আরও সময় চেয়েছে

'সংশোধন নয়, অপরাধপ্রবণ হচ্ছে বন্দিরা'

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বন্দি ৭ কিশোর শ্যোন অ্যারেস্ট

‌‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তৎপর হলে ঘটনা এতদূর গড়াতো না’ (ভিডিও)

শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর হত্যা, ৫ কর্মকর্তা রিমান্ডে

কর্মকর্তারাই চালিয়েছেন পৈশাচিক নির্যাতন: পুলিশ সুপার

শিশু উন্নয়ন কেন্দ্রে তিন জনকে হত্যা: পাঁচ কর্মকর্তাসহ ‘জড়িত’ ১২ জন শনাক্ত

শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহতের ঘটনায় মামলা, মরদেহ হস্তান্তর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সাময়িক বরখাস্ত, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নৃশংসতা: ময়নাতদন্ত সম্পন্ন

শিশু উন্নয়ন কেন্দ্রের ১০ কর্মকর্তা পুলিশ হেফাজতে

‘হাত-পা-মুখ বেঁধে পেটায়, ক্রসফায়ারের ভয় দেখায়’

যশোরে তিন কিশোর নিহতের ঘটনায় কেন্দ্রের কর্মকর্তা দায়ী হতে পারেন, ইঙ্গিত ডিআইজি’র

নিজেদের সংঘর্ষের পর কিশোররা মার খায় কেন্দ্র কর্মকর্তার হাতেও!

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ, ৩ কিশোর নিহ

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত