বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
গণফোরামের নেতারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ও জনগণের অধিকার আদায়ে খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়। ভিত্তিহীন মিথ্যা মামলায় তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজা দেওয়া বাংলাদেশের ইতিহাসে একটি নিকৃষ্ট উদাহরণ। এমনকি বিদেশে সুচিকিৎসার জন্য জামিন না দেওয়া মানবাধিকার লঙ্ঘন এবং বাংলাদেশের বিচারহীনতার কলঙ্কজনক অধ্যায়।
বিবৃতিতে বলা হয়, চিকিৎসা মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার মৌলিক অধিকার হরণ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, খালেদা জিয়ার কিছু হলে এর সব দায়ভার ভোট ডাকাত আওয়ামী লীগ সরকারকে নিতে হবে।
আরও পড়ুন:
খালেদা জিয়াকে নিয়ে সরকারের কাছে শেষ আহ্বান বিএনপির: আল্টিমেটামের কারণ জানালেন মির্জা ফখরুল
খালেদা জিয়ার বিষয়ে আইনিভাবে সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী
মির্জা ফখরুলের আল্টিমেটাম, নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
সাজাপ্রাপ্ত কোন কোন নেতা বিদেশে চিকিৎসা নিয়েছেন, জানালেন মির্জা আব্বাস
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা: বিএনপির আলটিমেটামকে ‘পলিটিক্যাল স্টান্ট’ হিসেবে দেখছে আ.লীগ
খালেদা জিয়াকে নিয়ে আইনবিরোধী কথা বলছে বিএনপি: ওবায়দুল কাদের
খালেদা জিয়াকে বিদেশে নিতে আদালতের অনুমতি লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী
৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তির আল্টিমেটাম মির্জা ফখরুলের
ভালো নেই খালেদা জিয়া, বিদেশে নেওয়ার অনুমতির সম্ভাবনা ক্ষীণ