লিস্টার সিটিকে চ্যাম্পিয়নশিপ জেতানো কোচ এঞ্জো মারেসকার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করলো চেলসি। মাউরিসিও পচেত্তিনোর বিদায়ের পর পাঁচ বছরের জন্য নিয়োগ দিলো ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টরা।
গত মঙ্গলবার ক্লাবের সঙ্গে পচেত্তিনোর সম্পর্ক ছিন্ন হয়। তারপর ইপসউইচ টাউন কোচ কিয়েরান ম্যাককেন্না ও ব্রেন্টফোর্ডের থমাস ফ্রাঙ্ককে পাওয়ার চেষ্টা করেছিল চেলসি। তবে দ্রুত মারেসকা আলোচনায় আসেন এবং তাকেই নিশ্চিত করা হলো। টড বোয়েহলি যুগে ক্লাবের চতুর্থ স্থায়ী প্রধান কোচ হলেন এই ৪৪ বছর বয়সী ইতালিয়ান।
ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘চেলসি ফুটবল ক্লাব তাদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে এঞ্জো মারেসকার নিয়োগ আনন্দের সঙ্গে ঘোষণা করছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন তিনি।’
ক্লাবের নতুন কোচ বলেছেন, ‘বিশ্বের অন্যতম বড় ক্লাব চেলসিতে যোগ দেওয়া যে কোনও কোচের স্বপ্ন। এ কারণে এই সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’
গত মৌসুমে লিস্টার সিটিকে চ্যাম্পিয়নশিপ জেতান মারেসকা। এর আগে ম্যানসিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
সবশেষ মৌসুমে চেলসি প্রিমিয়ার লিগ শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে। মাত্র তিন পয়েন্টের জন্য ইউরোপে খেলার টিকিট পায়নি তারা।