X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্ষমার দরজা খুলে এলো রমজান

ড. মুফতি মুহাম্মদ গোলাম রববানী
১৪ এপ্রিল ২০২১, ১৬:২৫আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৬:২৫

ড. মুফতি মুহাম্মদ গোলাম রববানী এগারো মাস পর আমাদের দুয়ারে হাজির হয়েছে পবিত্র রমজান মাস। এ মাস তাকওয়া (আত্মশুদ্ধি) অর্জনের মাস, রহমত লাভের মাস, ক্ষমা প্রাপ্তির মাস। রোজা রাখার মাধ্যমে আল্লাহর সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ খুশি হয়ে তার বান্দার অতীতের অপরাধ, গুনাহ মাফ করে দেন। রমজানের প্রথম দিন থেকেই দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়। খুলে দেওয়া হয় অবারিত রহমতের দরজা, বেহেশতের দরজা, ক্ষমার দরজা।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

من صام رمضان ايمانا و احتسابا غفر له ما تقدم من ذنبه-

“ যে ব্যক্তি আস্থার সাথে ও সাওয়াবের আশায় রমজানে রোজা পালন করে, তার পিছনের গোনাহ মাফ করে দেয়া হয়। (বুখারি ও মুসলিম)

এ মাসে তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ আদায় করার মাধ্যমেও পাওয়া যায় ক্ষমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

من قام ايمانا و احتسابا غفر له ما تقدم من ذنبه-

"যে ব্যক্তি বিশ্বাস রেখে ও সাওয়াবের আশায় রমজানে কিয়াম (তথা তারাবিহ ও তাহাজ্জুদ আদায়) করবে, তার পিছনের গোনাহ মাফ করে দেয়া হয়।" (বুখারি ও মুসলিম)

লাইলাতুল কদরে কিয়াম করার মাধ্যমেও ক্ষমা পাওয়া যায়। শবে কদর রমজানের শেষ দশকে হয়। তা এমন বরকতময় রাত্র, যাতে কুরআন অবতীর্ণ হয়েছে। এ রাতে গুরুত্বপূর্ণ বিষয় বণ্টন করে দেওয়া হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

من قام ليلة القدر ايمانا و احتسابا غفر له ما تقدم من ذنبه-

"যে ব্যক্তি বিশ্বাস রেখে ও সাওয়াবের আশায় কদরের রাত্রিতে কিয়াম করবে তার পিছনের গোনাহ মাফ করে দেয়া হয়।" (বুখারি ও মুসলিম)

রোজাদারকে ইফতার করানোর মাধ্যমেও পাওয়া যায় ক্ষমার ঘোষণা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন , من فطر صائما كان له مغفرة لذنوبه و عتق رقبته من النار-

“ কেউ যদি রমজানে কোনও রোজাদারকে ইফতার করায় তাহলে এ ইফতার করানোর মাধ্যমে গোনাহ থেকে ক্ষমা পেয়ে যায়। তাকে দোজখ থেকেও মুক্তি দেওয়া হয়।" (ইবন খুজাইমাহ, বাইহাকি)

ক্রীতদাস ও কাজের লোকদের কাজ হালকা করে দেওয়ার মাধ্যমেও মাফ পাওয়া যায় নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

من خفف عن مملوكه فيه غفر له واعتقه من النار-

“যে ব্যক্তি রমজানে তার ক্রীতদাসের কাজ হালকা করে দিবে, আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন।”

আল্লাহর জিকির করাতে মিলে মার্জনা। মারফু হাদিসে বর্ণিত, ذاكر الله في رمضان مغفور له و سائل الله لا يجيب –

“রমজনে আল্লাহর জিকিরকারী ক্ষমাপ্রাপ্ত হয়। আর আল্লাহর কাছে প্রার্থনাকারী নিরাশ হয় না।”
-(তাবরারি আওসাতে ও বাইহাকি শুআবুল ইমানে বর্ণনা করেছেন।)

ক্ষমা প্রার্থনা করা করার মাধ্যমেও মুক্তি মিলে গুনাহ থেকে। রোজা অবস্থায় ইফতারের সময়, সেহরির সময় দু’আ ও মাগফিরাত কামনা করা। রোজাদার রোজা রেখে বা ইফতারের সময় যে দু’আ করে তা গ্রহণ করা হয়।

আল্লাহ তা’আলা দু’আ করার জন্য নির্দেশ দিয়েছেন। সাথে সাথে তা গ্রহণ করার দায়িত্বও নিয়েছেন। আল্লাহ তা’আলা বলেন,

وقال ربكم ادعوني استجب لكم –

“ এবং তোমাদের প্রভু বলেন, আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিবো।” (সুরা আল গাফির, আয়াত ৬০)

হাদিসে আছে, ان للصائم عند فطره دعوة لا ترد

“রোজাদার ব্যক্তি ইফতারের সময় যে দু’আ করে তা বিফল হয় না।” -ইবনে মাজাহ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ,

عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : " ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر ، فيقول : من يدعوني فأستجيب له؟ من يسألني فأعطيه؟ من يستغفرني فأغفر له؟ " .

“প্রতি রাতের শেষ ভাগে দুনিয়ার আকাশে উপর আল্লাহ তা’আলার বিশেষ দৃষ্টি পড়ে। তখন তিনি বলেন, যে আমার কাছে দু’আ করবে, তার দু’আ আমি কবুল করবো। যে আমার চাইবে, তাকে আমি প্রদান করবো। যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাকে আমি ক্ষমা করে দিবো।” মুসলিম

তাই সকল মুসলিমের উচিত সর্বদা বেশি বেশি করে জিকির, দু’আ, এস্তেগফার করা। বিশেষ করে রমজানে রোজা অবস্থায়, ইফতার ও সাহরির সময়, যখন শেষ রাতে আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকে তখন দু’আ-ইস্তিগফার করা উচিত। এ ক্ষমার মাসে নিজের জন্য, পরিবারের জন্য ক্ষমা নিশ্চিত করা হবে আমাদের জন্য রমজানের সেরা উপহার।

লেখক: অধ্যাপক, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

/এসএএস/এমওএফ/

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
সর্বশেষসর্বাধিক

লাইভ