X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পরীমণিকে দেখতে কাশিমপুর কারাগারের সামনে মানুষের ভিড়

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
৩১ আগস্ট ২০২১, ১৮:৫৭আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮:৫৯

মাদক মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি। এতে তার কারাগার থেকে মুক্তি পেতে আর কোনও বাধা নেই। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে থাকা এ অভিনেত্রী যেকোনও সময় মুক্তি পেতে পারেন। তবে জামিনের খবরে টিভি-সিনেমায় দেখা এ নায়িকাকে সামনাসামনি একনজর দেখতে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে আনাগোনা বেড়েছে উৎসুক জনতার। সেখানে অবস্থান নিয়েছেন গণমাধ্যমকর্মীরাও। টহলে রয়েছেন পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে কাশিমপুর কারাগারের সামনে এ চিত্র দেখা যায়। কারা সড়কের দোকানদার ফজলুল হক বলেন, ‘বিকেল ৩টার পর থেকে পরীমণির জামিনের খবর প্রচার পায়। কারা সড়কে নিরাপত্তা সব সময়ই থাকে। তবে পরীমণির আজ মানুষের ভিড় বেশি। পুলিশ সদস্যদেরও সড়কের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। উৎসুক জনতার মধ্যে যুবকই বেশি।’

সেখানে আসা কাশিমপুর নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেডের কারখানার অপারেটর ফারুক হোসেন জানান, তিনি বিকাল ৪টায় পরীমণির জামিন আদেশের খবর পেয়েছেন। কারখানা ৫টায় ছুটি হওয়ার পর সাড়ে ৫টায় কারা ফটকে এসেছেন পরীমণিকে একনজর দেখার জন্য। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ৬টা) তিনি সেখানে অপেক্ষায় রয়েছেন।

কোনাবাড়ীর (কাশিমপুর) রোডের জার্সি নীট ফ্যাশন লিমিটেডের আয়রন অপারেটর রাকিব হোসেন বলেন, ‘পরীমণির জামিনের খবরে পেয়ে তাকে দেখতে চার বন্ধু সজল, জুয়েল ও শফিকুল মিলে এখানে এসেছি। আমাদের ডিউটি রাতে, দেখে কাজে যাবো।’

পরীমণিকে দেখতে কাশিমপুর কারাগারের সামনে মানুষের ভিড়

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ‘আলাদা করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেই। তবে পুলিশের একটি টহল টিম কারা সড়কে রয়েছে।’

এদিকে, কারাগার থেকে পরীমণি কখন মুক্তি পাবেন সে বিষয়ে এখনও জানা যায়নি। সন্ধ্যা ৬টায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন জানান, পরীমণির জামিন সংক্রান্ত কোনও কাগজপত্র এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি।

এদিকে, মাদক মামলায় থানা থেকে চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত আদালত পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেন তার আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। এতে পরীমণির মুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানান তিনি। এ আইনজীবী বলেন, ‘দেশে আইন আছে, আদালত আছে, আইনের শাসন আছে। আদালতের ওপর আস্থা রাখতে হবে।’

পরীমণিকে দেখতে কাশিমপুর কারাগারের সামনে মানুষের ভিড়

এর আগে, ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদরদফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে। ৫ আগস্ট এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ওইদিনই তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ। এরপর ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত দুই দিন এবং ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তিন দফায় পরীমণিকে মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

/এফআর/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
সাজা মওকুফ, মুক্তি পেলেন রাজশাহী কারাগারের সাত বন্দি
রিমান্ড শেষে কারাগারে সাবেক সিইসি হাবিবুল আউয়াল
ইভিন কারাগারে ইসরায়েলি হামলায় নিহত ৭১: ইরান
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের