X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ইসরায়েলে সম্ভাব্য ইরানি হামলার খবরে ফের বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ১৫:৫২আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৫:৫৮

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। আগামী দিনগুলোতে ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরান ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছেএমন খবর প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেলের মূল্য বৃদ্ধি পেলো। সাপ্তাহিক লোকসান কমাতে শুক্রবার (১ নভেম্বর) তেলের দাম এক শতাংশেরও বেশি বাড়ানো হয়েছে, যা ব্যারেল প্রতি ১ ডলারেরও বেশি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এর পূর্ব মূল্য ছিল ব্যারেল প্রতি ৭৪ দশমিক ২০ ডলার। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৪ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৭০ ডলার হয়েছে।

ইসরায়েলি গোয়েন্দারা দাবি করেছে, ইরান আগামী দিনে ইরাকি ভূখণ্ড থেকে বিপুল সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। খুব সম্ভবত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই হামলা হতে পারে। দুটি অজ্ঞাত ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর প্রকাশ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এসইবি গবেষণা বিশ্লেষক ওলে হাভালবি বলেছেন, এটি মার্কিন নির্বাচনের আগে অতিরিক্ত শত্রুতা ছড়িয়ে পড়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে।

তেলের চাহিদা ও ক্রমবর্ধমান সরবরাহ নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে বুধবার বিষয়টির সঙ্গে পরিচিত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ওপেক+ ডিসেম্বরের পরিকল্পিত তেল উৎপাদন এক মাস বা তারও বেশি সময় বিলম্বিত করতে পারে এই ঘোষণা দেওয়ার পর তেলের দাম বাড়বে বলে প্রত্যাশা ছিল।

সূত্রদের মধ্যে দুজন বলেছেন, এ বিষয়ে আগামী সপ্তাহের প্রথম দিকে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তেলের মূল্য বৃদ্ধির কারণে সাপ্তাহিক লোকসান এক শতাংশেরও বেশি হতে পারে। ২৬ অক্টোবর ইরানের সামরিক বাহিনীর ওপর ইসরায়েলি হামলার পর, সোমবার তেলের মূল্যে ৬ শতাংশ পতন ঘটেছিল।

হালভি বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদিও প্রত্যাশার চেয়ে শিগগিরই খারাপ হতে পারে, ইসরায়েল ও ইরান উভয়কেই একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের দিকে যেতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে।

তিনি বলেন, ‘যেকোনও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর সময় ইরান সংযত থাকতে পারে, গত সপ্তাহান্তে ইসরায়েলের করা সীমিত হামলার মতো। তাই প্রাথমিকভাবে যুদ্ধের আমন্ত্রণের পরিবর্তে একে শক্তি প্রদর্শন হিসেবেই দেখা যেতে পারে।’

আইজি বিশ্লেষক টনি সাইকামোর বলেছেন, আগামী সপ্তাহে মার্কিন নির্বাচন ও চীনের এনপিসি স্থায়ী কমিটির বৈঠকের আগে সব ধরণের বাজিগিরি বন্ধ থাকবে।

তিনি বলেন, ‘আমি মনে করি, এটি মার্কিন নির্বাচনে কে জিতবে এবং এনপিসি স্থায়ী কমিটির বৈঠক থেকে কর কর্তন বিষয়ে বিশদ কোনও সিদ্ধান্ত যদি থাকে তার ওপর নির্ভর করবে।’

বিশ্লেষকরা বলেছেন, ইরান ও রাশিয়াকে নিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিন্ন মতামত রয়েছ, যা তেল উৎপাদনকারীদের বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আনতে পারে।

/এএকে/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০১ নভেম্বর ২০২৪, ১৫:৫২
ইসরায়েলে সম্ভাব্য ইরানি হামলার খবরে ফের বাড়লো তেলের দাম
০৩ অক্টোবর ২০২৪, ০৯:২৭
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’