X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

লেবাননে ইসরায়েলি হামলায় ১ আমেরিকান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ১১:০০আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২৩:২১

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক আমেরিকান নিহত হয়েছেন। তিনি মিশিগানের ডিয়ারবর্নের বাসিন্দা। নিহত ওই ব্যক্তির মেয়ে, বন্ধু এবং তার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বকারী মার্কিন কংগ্রেসওম্যান এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বুধবার ডেমোক্র্যাটিক মার্কিন রিপ্রেজেন্টেটিভ রাশিদা তালাইবের কার্যালয় বলেছে, তারা কামেল আহমাদ জাওয়াদ নামের নিহত ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। কার্যালয়টি জানায়, কামেল আহমাদ প্যালেস্টাইন আমেরিকান কংগ্রেসওম্যানের সাংসদ এবং একজন মার্কিন নাগরিক।

এক বিবৃতিতে তার মেয়ে নাদিন জাওয়াদ বলেছেন, তার বাবা মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলায় ‘নিরীহদের জীবন বাঁচানোর চেষ্টা করার সময়’ নিহত হন। তার বাবা জীবনের শেষ দিনগুলো বয়স্ক ও প্রতিবন্ধীদের সাহায্য করার মাধ্যমে কাটিয়ে দিতে একটি হাসপাতালের কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান তিনি।

বুধবার পৃথকভাবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, ‘কামেল আহমদ জাওয়াদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবার ও বন্ধুদের সঙ্গে আমরা সমবেদনা জানাচ্ছি। তার মৃত্যু লেবাননের অনেক বেসামরিক নাগরিকের মৃত্যুর মতোই একটি ট্র্যাজেডি।’

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে শত শত মানুষ নিহত, হাজার হাজার আহত এবং ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল দাবি করছে, তারা ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করছে।

ডেট্রয়েট নিউজ জানিয়েছে, জাওয়াদ তার বৃদ্ধ মায়ের যত্ন নিতে লেবাননে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বন্ধু হামজাহ রাজা ও স্থানীয় ডিয়ারবর্ন গ্রুপ জানিয়েছে, কামেল ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। তাকে ‘একজন দয়ালু ও সবচেয়ে উদার মানুষ’ হিসেবে অভিহিত করেছে তারা।

রয়টার্স জাওয়াদের মৃত্যুর পরিস্থিতি নিশ্চিত করতে পারেনি।

মিত্র ইসরায়েলকে সমর্থন করায় সমালোচনার মুখে পড়েছে ওয়াশিংটন। গাজায় একটি যুদ্ধও পরিচালনার পাশাপাশি ইরান এবং লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচুত হয়েছে ২৩ লাখেরও বেশি।

/এএকে/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৩ অক্টোবর ২০২৪, ১১:০০
লেবাননে ইসরায়েলি হামলায় ১ আমেরিকান নিহত
০৩ অক্টোবর ২০২৪, ০৯:২৭
সম্পর্কিত
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধির পরিকল্পনা করছে ইসরায়েল
সর্বশেষ খবর
কুড়িগ্রামে জামায়াতের রুকনসহ দুই জন বহিষ্কার
কুড়িগ্রামে জামায়াতের রুকনসহ দুই জন বহিষ্কার
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ
খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার