২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. মঈন খান বলেছেন, এক কথায় বলতে গেলে সত্যিই আমি বিব্রতবোধ করছি। কেননা, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে বলতে গেলে একটি বাক্যে বলতে হয়, ‘এটি একটি অর্থহীন বাজেট।’
সোমবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘স্বভাবতই বাজেটের আকার সরকার কমিয়ে আনতে বাধ্য হয়েছে। কেননা, এই অন্তর্বর্তী সরকারের রাজস্ব সংগ্রহের আসলে কোনও নৈতিক শক্তি নেই। আরও মজার বিষয় হলো— বাজেটের আকার সরকার ‘নমিনালি’ কমিয়ে আনলেও রাজস্ব বাজেট কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা সরকারের আর্থিক ব্যবস্থাপনার একটি দুর্বলতা প্রকাশ করে।’’
তিনি বলেন, ‘কাজেই এটা স্পষ্ট যে এ বাজেটে সরকার গুণগত কোনও পরিবর্তন আনতে পারেনি। তদুপরি দেশের নিম্ন আয়ের মানুষ তথা দরিদ্র জনগোষ্ঠীর জন্যেও সরকার এ বাজেটে কোনও ধরনের উল্লেখযোগ্য দিকনির্দেশনা দিতে সক্ষম হয়নি।’
মঈন খান বলেন, ‘সার্বিকভাবে এক কথায় বলতে গেলে, রাজনৈতিক স্থিতিশীলতার অনুপস্থিতিতে এই রুটিন বাজেটের কতদূর বাস্তবায়ন হবে তাও সম্পূর্ণ অনিশ্চিত।’