X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অভিযানের আগে লাইভে যা বলেছেন পরীমণি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২১:৪০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৩:৩২

বুধবার (৪ আগস্ট) বিকাল ঠিক ৪টায় হঠাৎ করেই লাইভে আসেন চিত্রনায়িকা পরীমণি। লাইভে এসেই তিনি বলা শুরু করেন, ‘আমি বুঝতে পারছি না এটা কী লাইভ হচ্ছে?’ নিশ্চিত হওয়ার পর বলেন, ‘আমি বনানী থানা, আমাদের প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বাসায় সিভিলে কারা যেন এসে নিচের গেট ভাঙাভাঙি করে ওপরে চলে এসেছে। আমি যখন জিজ্ঞেস করলাম কোন থানা থেকে এসেছেন, প্রশাসনের লোক কিনা তারা কিছু বলতে পারছে না। কিছু তো বলছেই না বাজে ব্যবহার করছে, তার উপর গেট... আমার মনে হচ্ছে এরা ডাকাত।’

তিনি বলেন, ‘কারো কোনও পোশাক নেই, একেকজনের একেকরকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। আমি বনানী থানায় যোগাযোগ করলাম সেখান থেকে কোনও রেসপন্স নাই। ডিবি অফিসে ফোন দিলাম , তারা কোন ... পরিচয় ছাড়া আমি কিভাবে দরজা খুলবো। আমি ঘুমচ্ছিলাম, নিচে থেকে গেট ভাঙচুর করে, বাসার মেইন গেট ভাঙার চেষ্টা করছে। আচ্ছা পুলিশরা কেউ শুনছে না, মরে গেলে আসবেন, এরা ডাকাত হলে...।

এসময় পরীমণির ঘরে অবস্থানকারী সদস্যরা পুলিশ আসছে বললে পরীমণি বলেন, ‘কিসের পুলিশ? নাম নাই উনাদের,থানার নাম নাই?’

তিনি বলেন, ‘আমি ডিবি অফিসে ফোন করলাম, হারুন ভাইকে বললাম। তিনি বললেন, গেট খোলার দরকার নাই , আমাদের এখান থেকে কেউ যায়নি, লোক পাঠাচ্ছি। সেখান থেকেও কেউ আসেনি, আমি মরে গেলে আসবেন আপনারা? আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, ব্রেইন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা এক ধরনের টর্চার। একজন কালো শার্ট , একজন সাদা সার্ট একজন রঙিন শার্ট পড়া এগুলা কি, কোথা থেকে আসছে?’

এসময় তিনি বলেন, ‘মিডিয়াকে খবর দাও, অন ক্যামেরা মেরে যাক। আমার এখানে কোনও সিকিউরিটি নাই, আমি ঢুকতে দেবো না।’

এসময় একটি ফোন কল আসে। তিনি তখন বলেন, ‘র‍্যাবের টিম হোক বলবে তো। আমি লাইভ কাটতেসি না , লাইভ থাকবে।  আমাকে কে কি করবে আমি দেখায় মরবো তো। আমার সঙ্গে কেউ কিছু করে পার পাবে না তো। এতো সোজা? মরতে তো হবে নিয়েই মরবো।’

এরপর তিনি আবার লাইভে বলেন, ‘আমি বনানী থানায় ফোন করলাম। হারুন ভাইয়াকে জানালাম। তিনি বললেন তদন্তের স্বার্থে কেউ আসতে পারে খুলো। উনাকে খোঁজ নিতে বললাম, উনি খোঁজ নিয়ে বললেন, না না আমাদের এখান থেকে কেউ যায় নাই, দরজা খুইলো না। উনি লোক পাঠানোর কথা বলসে, এখনও আসে নাই।’ এসময় লাইভে সবার উদ্দেশে পরী বলেন, ‘এর মধ্যে যদি কোনও এক্সিডেন্ট ঘটে আপনারা কাউরে ছাইড়েন না।’

অনেকক্ষণ পর পরীমণির বাসার একজন সদস্য এসে বললেন তারা র‍্যাব থেকে এসেছে। তখন লাইভেই পরীমণি বলেন, ‘না মিডিয়া ছাড়া আমি খুলবো না। একটা মানুষের ড্রেসটেস কিছু নাই এভাবে এসে হামলা দিবে? আমি খুলবো না এরা ডাকাত।’

আধাঘণ্টা পর পরীমণি নিজের ঘর ছেড়ে বের হয়ে আসেন দরজার সামনে। তখন তিনি নিজেই দরজার বাইরে অপেক্ষমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।

দরজার ওপাশ থেকে র‍্যাব সদস্যরা বলেন, ‘আমরা র‍্যাব থেকে এসেছি, আমাদের পরিচয় নিশ্চিত করতে কী হালকা করে দরজা খুলবেন আপনি?’ পরী বলেন, ‘হালকা করে দরজা খুলে কিভাবে? দরজা খুলে কিভাবে জিজ্ঞেস করে মানুষের পরিচয়?’

র‍্যাব সদস্যরা বলেন, ‘আপনার দরজার তো হোল আছে আপনি দেখতে পারেন না?’

পরী বলেন, ‘আপনারা আমাকে ধমকাচ্ছেন কেন? আমি তো ভয় পাই ভাই। আপনাদের সঙ্গে মিডিয়া আছে? আপনারা কারা আসলে?’

র‍্যাব সদস্যরা বলেন, ‘ম্যাডাম আপনি দেখেন আমরা কারা। আমরা তো পোশাক পরিহিত অবস্থায় আছি , আপনি তো চাইলেই দেখতে পারেন।  আপনি বারান্দা দিয়ে দেখেন না কতগুলো পুলিশের গাড়ি আছে রাস্তায়।’

তখন পরীমণি হতভম্ব হয়ে বলেন, ‘না আমি দেখি নাই, আমি একটু দেখি দাঁড়ান।’ তখন জানালার কাছে গিয়ে কয়েকজন সাংবাদিকদের ডেকে বলেন,  ‘আপনারা আসছেন না কেন ওপরে, আপনারা একটু আসবেন? তখন পরীমণি আবার দরজার কাছে আসেন তখন বলেন, ‘আচ্ছা ভাইয়ারা শুনেন...’।

র‍্যাব সদস্যরা বলেন, ‘আপনি দয়া করে দরজা খুলুন প্লিজ। আমাদের সহযোগিতা করুন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক, আমরা আমাদের পরিচয় নিশ্চিত করেছি তারপরও আপনি আমাদের সঙ্গে অসহযোগিতা করেছেন।’

পরীমণি বলেন, ‘না না ভাইয়া এসব বইলেন না। এসব বইলেন ভাই আমি খুলে দিচ্ছি।’

পরীমণি লাইভে আসার ৩০ মিনিট পর দরজা খুলে দেন। র‍্যাব সদস্যরা ঘরে প্রবেশ করেন। র‍্যাব সদস্যরা বলেন, ‘আমরা এক ঘণ্টা ধরে আপনার দরজার বাইরে, আপনি আমাদের পরিচয় জানার চেষ্টা করেছিলেন। আমরা তো আপনাকে বলছিলাম কিন্তু আপনি শুনেন নাই।’

/এসও/এমআর/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
পুকুরে কাচের বাড়ি বানাবেন পরী!
ছবিতে তারকাদের ঈদ
আদালতে অসুস্থ পরীমণি, জেরা হয়নি
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল