X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমকর্মীদের সামনে পরীমণির নিশ্চুপ ৭ মিনিট 

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০১ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৩

মাদক মামলায় কারাগার থেকে জামিনে ‍মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৭ মিনিটে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন। কারাগার থেকে বেরিয়ে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তবে এ সময় কারাফটকে গাড়ি নিয়ে সাত মিনিট দাঁড়িয়ে থাকলেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনও কথা বলেননি পরীমণি।

পরীমণিকে নিতে কারাগারে আসেন তার খালু মোহাম্মদ জসীম উদ্দিন ও আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। কারাগার থেকে বের হওয়ার পর কারারক্ষীরা গাড়ির জন্য গেট খুলে দিলে সাংবাদিক ও ভক্তরা তাকে ঘিরে ধরেন। তবে তিনি হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দিলেও সাংবাদিকদের কোনও কথার জবাব দেননি। এরপর ধীরগতিতে কারা সড়ক অতিক্রম করে বাসার উদ্দেশ্যে চলে যায় পরীমণির গাড়ি।

গণমাধ্যমকর্মীদের সামনে পরীমনির নিশ্চুপ ৭ মিনিট 

পরীমণির মুক্তির খবর কাভার করতে শতাধিক গণমাধ্যমকর্মী বুধবার সকাল ৬টা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে অবস্থান করছিলেন শতাধিক সাংবাদিক। স্থানীয় বাংলা টিভির প্রতিবেদক মো. শহীদুল ইসলাম বলেন, পরীমণির বক্তব্য নিতে কারাফটকে অবস্থান নিয়েছিলাম। কারারক্ষীরা হঠাৎ করে গেট খুলে দিলে আমরা ভেতরে ঢুকে যাই। গাড়ির চারপাশ ঘিরে রাখি। অনেক অনুরোধের পর পরীমণি কারা গেটের ভেতরে থাকাবস্থায় গাড়ির উপরের জানালা খুলে সবার উদ্দেশে হাত নাড়েন। কমপক্ষে সাত মিনিট গাড়ি ঘিরে রাখলেও তিনি কোনও কথা বলেননি।’

কারাফটকে গাড়ি নিয়ে সাত মিনিট দাঁড়িয়ে ছিলেন পরীমণি

পরীমণিকে দেখেই খুশি ভক্তরা

বুধবার সকালে পরীমণির মুক্তির খবরে বন্ধুদের নিয়ে কারাফটকের সামনে আসেন কসমেটিক ব্যবসায়ী শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘মঙ্গলবার (৩১ আগস্ট) পরীমণিকে কারাগেটে দেখতে এসেছিলাম। কিন্তু সেদিন তিনি বের না হওয়ায় বুধবার সকাল ৭টায় গেটে আসি। আজ তাকে এক পলক দেখে আমি খুব খুশি।’

রাজমিস্ত্রি আব্দুল করিম বলেন, ‘সকাল থকেই পরীমণিকে দেখতে কারাফটকে অপেক্ষা করছিলাম। কিন্তু ভিড়ের কারণে ভারো করে দেখতে পারিনি। তবে সেভাবে দেখতে না পারলেও মানুষের মোবাইল ফোনে ছবি-ভিডিও দেখে ভালো লাগছে।’

উপস্থিত জনতাকে ফ্রেমে নিয়ে সেলফি তোলেন পরীমণি

কারাফটকে পরীমণির সেলফি

কারাগার থেকে বেরিয়ে গেটে আসার সঙ্গে সঙ্গে গাড়ির উপরের দরজা খুলে দাঁড়িয়ে সেলফি তোলেন পরীমণি। এ সময় উৎসুক জনতা তাকে দেখার জন্য কারাফটকে ভিড় জমায়। পরে গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে চাইলে সবার উদ্দেশে হাত নাড়েন তিনি।

সাদা পাগড়িতে ‘নেত্রী’র ভূমিকায় পরীমণি

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খালু জসীম উদ্দিনের সঙ্গে কাশিমপুর কারাগার থেকে বের হওয়ার পর গেটের সামনে দাঁড়ায় পরীমণির প্রাইভেট কার। ভেতর থেকে উপরের জানালা খুলে মাথা বের করে অনেকটা নেত্রীর মতো হাত নেড়ে সবাইকে ভালোবাসা জানান পরীমণি। সাদা কাপড়ে স্নিগ্ধ হাসিতে তিনি ভক্তদের প্রশান্তির বার্তা ছড়িয়ে দেন।

/এসএইচ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!