X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

স্বজনপ্রীতি!

তুষার আবদুল্লাহ
১৭ মে ২০১৭, ১৪:৪৭আপডেট : ১৭ মে ২০১৭, ১৪:৪৮

তুষার আবদুল্লাহ স্বজনপ্রীতি করতে হচ্ছে। বাংলা ট্রিবিউনের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক লেখালেখির সূত্রে। প্রতি শনিবার বাংলা ট্রিবিউনের মাধ্যমে পাঠকের সঙ্গে ভাববিনিময় যেহেতু চলে, সুতরাং আমি ঘরের লোক। এখন ঘরের লোক হিসেবে বাংলা ট্রিবিউন নিয়ে যা-ই লেখি না কেন বিশেষ করে ইতিবাচক, লোকে ভাববে নিজেদের পিঠে নিজেরাই পিঠ চাপড়িয়ে দিচ্ছি। লোকের ভাবনা লোকের কাছেই থাকুক। আমি এই গৃহের সদস্য হয়েছি যে আকর্ষণ বা ভালোলাগা থেকে, এতোটুকু তো বলা যেতে পারে? দেশের নিউজ পোর্টালগুলোর পাঠক ধরার এক প্রকার সস্তা প্রতিযোগিতা আছে। তারা চটকদার শিরোনাম দিয়ে পাঠককে আকৃষ্ট করার চেষ্টা করে। যেটা এক সময়ের সংবাদপত্রে ‘টেলিগ্রাম’ বলে পরিচিত ছিল। খবরের ভেতরে প্রবেশ করে পাঠককে বিভ্রান্ত এবং প্রতারিত হতে হতো। এখন নিউজ পোর্টালের ফ্যাশনে তেমনটাই ঘটছে। ফেসবুকে চটকদার নিউজ লিঙ্ক দিয়ে ইশারায় কাছে ডেকে নিয়ে পাঠককে ফেলা হচ্ছে ফাঁদে। একবার, দুইবারের পর পাঠকরা অবশ্য সাবধান হয়ে যাচ্ছেন, ফলে নিউজ পোর্টালগুলোর পোয়াবারো স্বপ্নে ধস। তারা পাঠককে আইল তুলে আটকাতে পারেনি। একইভাবে কোনও কোনও নিউজ পোর্টাল বিজ্ঞাপনের  লোভে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে আটকাতে চোখ রাঙানির কারেন্টজাল ছুড়ে দিচ্ছিল। শুরুর দিকে জাটকা বা বড় মৎস্য ধরা দিলেও, এখন কারেন্টজালরূপী নিউজ  পোর্টালগুলোর বিষয়ে সবাই সাবধান হয়ে গেছে। ফলে নদীর মতো নিউজ পোর্টাল দুনিয়াতেও অচল ‘কারেন্টজাল’। বাংলা ট্রিবিউন এই দুই প্রবণতা থেকে দূরে থাকে বলেই তার কাছে আসা।
বাংলা ট্রিবিউনকে একমাত্র ভরসা করে চলেন যে  ভোক্তারা, তাদের কারও কারও অনুযোগ- কোনও কোনও খবর একটু দেরিতেই উত্তোলন করা হয়। বা অন্য সব পোর্টালে যে খবরটি সরব, সেই খবরটির জন্য বাংলা ট্রিবিউনে কিছু বেশি সময় অপেক্ষায় থাকতে হয়। পুরনো খবর সরিয়ে নতুন খবরে পোর্টাল সাজানোর বেলাতেও আলসে ভাব আছে বলে কারও কারও মন্তব্য কানে আসে। কলামে কেউ কেউ মূল বক্তব্য দিতে অতি শব্দ ব্যয় করেন। সনাতন ধারা থেকে তারা বেরোতে পারছেন না। অনুযোগকারীরাই আবার বলছেন- অনুসন্ধানী, ইনডেপথ এবং ফলোআপ খবরের জন্য তারা বাংলা ট্রিবিউনের ওপরেই ভরসা রাখতে পারেন। বাংলা ট্রিবিউনের সাজসজ্জার মধ্যে সাধারণ গাম্ভীর্য আছে, যা ভোক্তা আকর্ষণের অন্যতম প্রধান উপকরণ। বাংলা ট্রিবিউনের জন্মদিনে তার সুষম স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

লেখক: বার্তা প্রধান, সময় টিভি

*** প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব।

বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সর্বশেষসর্বাধিক

লাইভ