X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

গণমাধ্যমকর্মীদের সামনে পরীমণির নিশ্চুপ ৭ মিনিট 

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০১ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৩

মাদক মামলায় কারাগার থেকে জামিনে ‍মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৭ মিনিটে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন। কারাগার থেকে বেরিয়ে উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তবে এ সময় কারাফটকে গাড়ি নিয়ে সাত মিনিট দাঁড়িয়ে থাকলেও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনও কথা বলেননি পরীমণি।

পরীমণিকে নিতে কারাগারে আসেন তার খালু মোহাম্মদ জসীম উদ্দিন ও আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। কারাগার থেকে বের হওয়ার পর কারারক্ষীরা গাড়ির জন্য গেট খুলে দিলে সাংবাদিক ও ভক্তরা তাকে ঘিরে ধরেন। তবে তিনি হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দিলেও সাংবাদিকদের কোনও কথার জবাব দেননি। এরপর ধীরগতিতে কারা সড়ক অতিক্রম করে বাসার উদ্দেশ্যে চলে যায় পরীমণির গাড়ি।

গণমাধ্যমকর্মীদের সামনে পরীমনির নিশ্চুপ ৭ মিনিট 

পরীমণির মুক্তির খবর কাভার করতে শতাধিক গণমাধ্যমকর্মী বুধবার সকাল ৬টা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে অবস্থান করছিলেন শতাধিক সাংবাদিক। স্থানীয় বাংলা টিভির প্রতিবেদক মো. শহীদুল ইসলাম বলেন, পরীমণির বক্তব্য নিতে কারাফটকে অবস্থান নিয়েছিলাম। কারারক্ষীরা হঠাৎ করে গেট খুলে দিলে আমরা ভেতরে ঢুকে যাই। গাড়ির চারপাশ ঘিরে রাখি। অনেক অনুরোধের পর পরীমণি কারা গেটের ভেতরে থাকাবস্থায় গাড়ির উপরের জানালা খুলে সবার উদ্দেশে হাত নাড়েন। কমপক্ষে সাত মিনিট গাড়ি ঘিরে রাখলেও তিনি কোনও কথা বলেননি।’

কারাফটকে গাড়ি নিয়ে সাত মিনিট দাঁড়িয়ে ছিলেন পরীমণি

পরীমণিকে দেখেই খুশি ভক্তরা

বুধবার সকালে পরীমণির মুক্তির খবরে বন্ধুদের নিয়ে কারাফটকের সামনে আসেন কসমেটিক ব্যবসায়ী শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘মঙ্গলবার (৩১ আগস্ট) পরীমণিকে কারাগেটে দেখতে এসেছিলাম। কিন্তু সেদিন তিনি বের না হওয়ায় বুধবার সকাল ৭টায় গেটে আসি। আজ তাকে এক পলক দেখে আমি খুব খুশি।’

রাজমিস্ত্রি আব্দুল করিম বলেন, ‘সকাল থকেই পরীমণিকে দেখতে কারাফটকে অপেক্ষা করছিলাম। কিন্তু ভিড়ের কারণে ভারো করে দেখতে পারিনি। তবে সেভাবে দেখতে না পারলেও মানুষের মোবাইল ফোনে ছবি-ভিডিও দেখে ভালো লাগছে।’

উপস্থিত জনতাকে ফ্রেমে নিয়ে সেলফি তোলেন পরীমণি

কারাফটকে পরীমণির সেলফি

কারাগার থেকে বেরিয়ে গেটে আসার সঙ্গে সঙ্গে গাড়ির উপরের দরজা খুলে দাঁড়িয়ে সেলফি তোলেন পরীমণি। এ সময় উৎসুক জনতা তাকে দেখার জন্য কারাফটকে ভিড় জমায়। পরে গণমাধ্যমকর্মীরা ছবি তুলতে চাইলে সবার উদ্দেশে হাত নাড়েন তিনি।

সাদা পাগড়িতে ‘নেত্রী’র ভূমিকায় পরীমণি

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী ও খালু জসীম উদ্দিনের সঙ্গে কাশিমপুর কারাগার থেকে বের হওয়ার পর গেটের সামনে দাঁড়ায় পরীমণির প্রাইভেট কার। ভেতর থেকে উপরের জানালা খুলে মাথা বের করে অনেকটা নেত্রীর মতো হাত নেড়ে সবাইকে ভালোবাসা জানান পরীমণি। সাদা কাপড়ে স্নিগ্ধ হাসিতে তিনি ভক্তদের প্রশান্তির বার্তা ছড়িয়ে দেন।

/এসএইচ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি