X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মাগুরায় শিশু ধর্ষণ: দৃষ্টান্তমূলক শাস্তি চান প্রতিবেশীরা

মাজহারুল হক লিপু, মাগুরা
১১ মার্চ ২০২৫, ১৩:০৬আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৯:৫০

মাগুরার নিজনান্দুয়ালীব গ্রামে পৌঁছাতেই ৭ বছর বয়সী শিশু মামুন তার বাইসাইকেল নিয়ে এগিয়ে এলো। শিশু মামুন জানতে চাইলো, আপনারা কি ধর্ষণকারী হিটুর বাড়িতে যাবেন? হ্যাঁ বলতেই মামুন সাইকেল চালিয়ে পথ দেখাতে লাগলো। মামুনের মতো অনেক শিশুকেই দেখা গেলো খেলার মধ্যেই বলে উঠছে ‘ধর্ষণকারীর ফাঁসি চাই’। এই শিশুদের মতোই প্রতিবেশী নারী-পুরুষ সবার দাবি ধর্ষকদের ফাঁসি চাই।

ধর্ষক হিটু শেখের বাড়িতে প্রবেশ করতেই দেখা গেলো, বাড়ির সামনে গাছের নিচে ঘুমিয়ে আছে হিটু শেখের বৃদ্ধা মা। প্রতিবেশীরা জানালেন, বাড়ির চার জনকে গ্রেফতার করার পর এ বাড়ি এখন ফাঁকা। শুধু হিটু শেখের বৃদ্ধা মা গাছের নিচে কিংবা বারান্দায় দিনরাত ঘুমিয়ে থাকে।

প্রতিবেশীরা বাড়ির দরজায় চক দিয়ে লিখে দিয়েছে ধর্ষণকারী হিটু শেখের বাড়ি। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেলো, পুরো পরিবারটিই বিভিন্ন অপকর্মের সাথে সঙ্গে থেকেই যুক্ত। এর আগেও হিটু শেখ এ ধরনের কাজ করেছে কিন্তু তার পরিবার এসব বিষয় ধামাচাপা দিয়ে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, হিটু শেখের পুরো পরিবার ধর্ষণের সাথে যুক্ত। শিশুটির বোনের স্বামী, দেবর, শ্বশুর, শাশুড়ি সবাই এ ঘটনায় জড়িত বলে মনে হয়েছে। ঘটনার দিন সকালে পরিবারের সকলের আচরণ ছিল সন্দেহজনক।

প্রতিবেশী রিমন মিয়া বলেন, ‘এই পরিবার বহু আগে থেকেই এরকম অপকর্মে জড়িত। আমরা এদের ফাঁসি চাই।’

আম্বিয়া খাতুন বলেন, ‘আমার বাচ্চারাও বড় হচ্ছে। এই ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আমাদের শিশুদের নিরাপত্তা থাকবে না।’

উল্লেখ্য, গত বুধবার (৫ মার্চ) বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের ওই শিশু। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে সে মুমূর্ষু অবস্থায় ঢাকার সিএমএইচে লাইফ সাপোর্টে রয়েছে।

এ ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজীব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমকে (৪০) রিমান্ডে নেওয়া হয়েছে।   

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘মাগুরা পুলিশ সুপার ও সেনাবাহিনী হিটু শেখের বাড়িতে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে। বাড়িটি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে।’

/কেএইচটি/
টাইমলাইন: মাগুরায় শিশু ধর্ষণ
১১ মার্চ ২০২৫, ১৩:০৬
মাগুরায় শিশু ধর্ষণ: দৃষ্টান্তমূলক শাস্তি চান প্রতিবেশীরা
সম্পর্কিত
বাড়ি ছাড়লেন মুরাদনগরের নির্যাতিত সেই নারী
মুরাদনগরে ধর্ষণ: চার জনের রিমান্ড শুনানি বৃহস্পতিবার
সুনামগঞ্জে ধর্ষণ মামলায় কারাগারে পুলিশ সদস্য
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক