X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাসের হারের পাশাপাশি জিপিএ ৫-এও এগিয়ে মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৮:৫৫আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:৩২

চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে এগিয়ে মেয়েরা। এ বছর ছেলেদের চেয়ে মেয়েরা ৩ দশমিক ৮১ শতাংশ বেশি পাস করেছেন। সেইসঙ্গে ছেলেদের তুলনায় ৬ হাজার ১৩৫ জন মেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছেন। মেয়েদের ফলাফল দেখে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, ‘সবসময় আমাদের শুনতে হয়, জেন্ডার ইকুয়ালিটি...। এখন তো দেখি উল্টো ছেলেরা কেন পিছিয়ে থাকলো, সেটাই খুঁজে বের করতে হবে। প্রতিবার দেখছি, মেয়েদের পাসের হার বেড়ে যাচ্ছে।’ তবে সামগ্রিকভাবে মেয়েরা এগিয়ে থাকলেও ঢাকায় জিপিএ-৫ ছেলেরা বেশি পেয়েছেন।

রবিবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এরআগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ছেলে শিক্ষার্থী অংশ নিয়েছেন ৬ লাখ ৮৯ হাজার ২৩ জন; যার মধ্যে পাস করেছেন ৫ লাখ ২৮ হাজার ৯১৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৬ জন। অন্যদিকে মেয়ে শিক্ষার্থী ছিলেন ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন; যাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন। পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা ৩ দশমিক ৮১ শতাংশ বেশি করেছেন।

আর এবছর মোট জিপিএ ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন, গতবছর যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২। সেই হিসাবে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৬৮৭ জন। এবছর জিপিএ ৫ পাওয়াদের মধ্যে ছাত্র ৪৩ হাজার ২৩০ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৩৬৫ জন। সেই হিসাবে ছেলেদের তুলনায় ৬ হাজার ১৩৫ জন মেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছেন।

সামগ্রিকভাবে সারা দেশে মেয়েরা এগিয়ে থাকলেও ঢাকা বোর্ডে ছেলেরা এগিয়ে। এই বোর্ডে প্রাপ্ত ৩১ হাজার ৭৫২ জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছেন ১৬ হাজার ১৯৮ জন এবং মেয়েরা জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৫৫৪ জন। যদিও গত দুই বছর এই বোর্ডে মেয়েরা এগিয়ে ছিল।

আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বোর্ডে ৩১ হাজার ৭৫২ জন এবং সর্বনিম্ন সিলেটে ১ হাজার ৬৯৯ জন। এছাড়াও রাজশাহীতে জিপিএ ৫ পেয়েছেন ১১ হাজার ২৫৮ জন, যশোরে ৮ হাজার ১২২ জন, মাদ্রাসা বোর্ডে ৭ হাজার ৯৭ জন, কারিগরিতে ৭ হাজার ৯৭৭ জন, দিনাজপুরে ৬ হাজার ৪৫৯ জন, চট্টগ্রামে ৬ হাজার ৩৩৯ জন, কুমিল্লায় ৫ হাজার ৬৫৫ জন, বরিশালে ৩ হাজার ৯৯৯ জন এবং ময়মনসিংহে ৩ হাজার ২৪৪ জন।

২০২৩ সালে মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে এ বছর মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন। সেই হিসাবে পাসের ৭৮ দশমিক ৬৪ শতাংশ। 

এ বছর সামগ্রিকভাবে ১১টি বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড; এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৫। আর সর্বনিম্ন যশোরে ৬৯ দশমিক ৮৮ শতাংশ। সামগ্রিকভাবে দ্বিতীয় স্থানে আছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ৯০ দশমিক ৭৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী এবছর কৃতকার্য হয়েছেন।

তবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫। এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রামে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭১ দশমিক ৬২ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৪ দশমিক ৪৮ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর শিক্ষা বোর্ডে ৬৯ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় শূন্য পাসের প্রতিষ্ঠান ৪২টি। অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেউই কৃতকার্য হতে পারেননি। অপরদিকে দেশের ৯৫৩টি প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

২০২২ সালের তুলনায় এবছর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৪২টি। এবছর মোট ৯ হাজার ১৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তারা দেশের মোট ২ হাজার ৬৫৭টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

/এসও/এপিএইচ/ইউএস/
টাইমলাইন: এইচএসসি’র ফল প্রকাশ
২৬ নভেম্বর ২০২৩, ১৮:৫৫
পাসের হারের পাশাপাশি জিপিএ ৫-এও এগিয়ে মেয়েরা
২৬ নভেম্বর ২০২৩, ১৩:২১
২৬ নভেম্বর ২০২৩, ১২:১৯
২৬ নভেম্বর ২০২৩, ১১:১২
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
এইচএসসি পরীক্ষা ৩০ জুন থেকে, সূচি প্রকাশ
কোরবানি ঈদের পর এইচএসসি পরীক্ষা
সর্বশেষ খবর
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ